Russia-Ukraine War: দেশে ফিরলেন কফিনবন্দি Naveen Shekharappa, দেহদানের সিদ্ধান্ত পরিবারের
নবীনের বাবা শঙ্করাপ্পা (Shankarappa) আগেই জানিয়েছিলেন, "আমার ছেলে চিকিৎসাক্ষেত্রে কিছু অর্জন করতে চেয়েছিল, তা হয়নি। অন্তত তার শরীর অন্য মেডিকেল শিক্ষার্থীরা লেখাপড়ার জন্য ব্যবহার হতে পারে। তাই আমরা চিকিৎসা গবেষণার জন্য তার দেহ দান করার সিদ্ধান্ত নিয়েছি।"
নিজস্ব প্রতিবেদন: ইউক্রেনে (Ukraine) যুদ্ধে নিহত ভারতীয় ছাত্র নবীন শেখরাপ্পা জ্ঞানগৌদারের (Naveen Shekarappa Gyanagoudar) মৃতদেহ ভারতে পৌঁছেছে সোমবার।
কর্ণাটকের (Karnataka) হাভেরি (Haveri) জেলার চালাগেরে (Chalagere) গ্রামে পৌঁছেছে তার দেহ। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইও (Basavaraj Bommai)পৌঁছেছেন সেখানে। সোমবার সকালে বেঙ্গালুরু (bengaluru) বিমানবন্দরে পৌঁছানোর সময় মুখ্যমন্ত্রী তার শ্রদ্ধা নিবেদন করেন।
খারকিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির (Kharkiv National Medical University) ২১ বছর বয়সী এই ছাত্র ১ মার্চ রুশ গোলাগুলিতে নিহত হ। সেই সময়ে তিনি খাবার কেনার জন্য একটি লাইনে দাঁড়িয়েছিলেন বলে জানা গেছে।
নবীনের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে। দুপুর ১টায় তার গ্রামে মিছিল বের করা হবে। বিকেল ৪টের সময়ে কর্ণাটকের দাভানাগেরে (Davanagere) জেলার এসএস মেডিকেল কলেজে (SS medical college) মৃতদেহ দান করার সিদ্ধান্ত নিয়েছেন শেখরের বাবা-মা।
নবীনের বাবা শঙ্করাপ্পা (Shankarappa) আগেই জানিয়েছিলেন, "আমার ছেলে চিকিৎসাক্ষেত্রে কিছু অর্জন করতে চেয়েছিল, তা হয়নি। অন্তত তার শরীর অন্য মেডিকেল শিক্ষার্থীরা লেখাপড়ার জন্য ব্যবহার হতে পারে। তাই আমরা চিকিৎসা গবেষণার জন্য তার দেহ দান করার সিদ্ধান্ত নিয়েছি।"
নবীনের বাড়ির বাইরে পুলিস মোতায়েন করা হয়েছে। তার দিকে যাওয়ার রাস্তায় ব্যারিকেড করা হয়েছে।
আরও পড়ুন: Abhishek Banerjee At ED: হাজিরা দিতে দিল্লিতে ED-র সদর দফতরে অভিষেক
মুখ্যমন্ত্রী আসার কারনে মোট ২০৮ জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। রাশিয়া জানিয়েছে যে নবীনের মৃত্যুর বিষয়ে তদন্ত করা হবে। বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla) দাবি করেন যে তার মৃত্যুর কারণ পরিষ্কার নয়।
রাশিয়ার নিযুক্ত দূত ডেনিস আলিপভ (Denis Alipov) এই ঘটনার পরেরদিন জানান, "তীব্র সংঘাতের এলাকায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে... এবং এই দুর্ভাগ্যজনক ঘটনার সঠিক তদন্ত করবে।"