'এরকমভাবে ছোঁয়া খারাপ', স্কুলে শুনে মেয়ে বুঝল বাবা ৭ বছর ধরে তাকে ধর্ষণ করেছে!
!['এরকমভাবে ছোঁয়া খারাপ', স্কুলে শুনে মেয়ে বুঝল বাবা ৭ বছর ধরে তাকে ধর্ষণ করেছে! 'এরকমভাবে ছোঁয়া খারাপ', স্কুলে শুনে মেয়ে বুঝল বাবা ৭ বছর ধরে তাকে ধর্ষণ করেছে!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/31/92390-rape-6.jpg)
ওয়েব ডেস্ক : ছাত্রীরা সবাই বয়ঃসন্ধিকালে। স্কুলের দিদিভাইরা তাই শরীরশিক্ষা ও সচেতনা সম্বন্ধে প্রয়োজনীয় কিছু পরামর্শ দিয়েছিলেন। 'কীভাবে ছোঁয়া স্নেহের, আর কীভাবে ছোঁয়া খারাপ' সেসম্বন্ধে স্কুলের ক্লাসরুমেই প্রথম জানতে পারে বছর বারোর কিশোরী। আর তারপরই সে বুঝতে পারে, গত ৭ বছর ধরে তার নিজের বাবা-ই তাকে ধর্ষণ করেছে।
গোটা বিষয়টি সে খুলে বলে তার ক্লাসের বান্ধবীকে। বান্ধবী স্কুল প্রিন্সিপ্যালের কাছে গোটা ঘটনা জানালে, নির্যাতিতা কিশোরীর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি উত্তরপ্রদেশের।
নির্যাতিতা কিশোরী জানিয়েছে, তার যখন ৫ বছর বয়স তখন থেকেই তাকে যৌন হেনস্থা করতে শুরু করে তার বাবা। শিশু অবস্থায় যার বিন্দু বিসর্গ সে কিছু বুঝতে পারেনি। স্কুলের দিদিভাইরা সচেতন করার পরই সে আসল ঘটনা সম্বন্ধে বুঝতে পারে।
আরও পড়ুন, মাকে ভয়ঙ্করভাবে খুন মাদকাসক্ত ছেলের! তারপর যা করল শুনলে আঁতকে উঠবেন...