সুপ্রিমকোর্টের রায়ে জেলবন্দী হয়ে নির্বাচনে লড়ার দিন শেষ

গতকালের পর আজ ফের আর এক ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। জেলবন্দী কোনও ব্যক্তি আর নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করতে পারবেন না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। ভারতীয় রাজনীতী থেকে দুর্বৃত্তায়ন রোধে গতকাল শীর্ষ আদালত জানিয়েছিল আদালত দ্বারা দোষি ঘোষিত কোনও ব্যক্তির সাংসদ বা বিধায়ক পদ খারিজ করা হবে।

Updated By: Jul 11, 2013, 09:29 PM IST

গতকালের পর আজ ফের আর এক ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। জেলবন্দী কোনও ব্যক্তি আর নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করতে পারবেন না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। ভারতীয় রাজনীতী থেকে দুর্বৃত্তায়ন রোধে গতকাল শীর্ষ আদালত জানিয়েছিল আদালত দ্বারা দোষি ঘোষিত কোনও ব্যক্তির সাংসদ বা বিধায়ক পদ খারিজ করা হবে।
বুধবার বিচারপতি এস মুখোপাধ্যায় ও বিচারপতি একে পটনায়েকের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল নিম্ন আদালত যদি কোনও ব্যক্তিকে ২বছর বা তার বেশী দিনের জন্য কারাদণ্ডের আদেশ দেয় তাহলে তার সাংসদ বা বিধায়ক পদ খারিজ হবে।
আগের জনপ্রতিনিধি আইনে নিম্ন আদালতে সাজা ঘোষণার তিনমাসের মধ্যে কেউ উচ্চ আদালতে আপিল করলে উচ্চআদালতে রায় ঘোষণা না হওয়া পর্যন্ত বহাল থাকতো সদস্যপদ। গতকাল সুপ্রিমকোর্ট এই আইনটিও খারিজ করে দেয়।

.