বিহারের গ্রামে বাড়ি বাড়ি আগুন লাগিয়ে দিল উন্মত্ত জনতা, জ্যান্ত পুড়ে মৃত ৩, গ্রেফতার ১৪

বিহারের মুজফফরপুর জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ৩জনকে জ্যান্ত পুড়িয়ে মারার সঙ্গে অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হল। রবিবার সন্ধেতে উন্মত্ত কিছু ব্যক্তি মুজফফরপুরের একটি গ্রামে হামলা চালিয়ে প্রায় ২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই হামলায় ৩ জন জ্যান্ত পুড়ে মারা গেছে। ২জন আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি

Updated By: Jan 19, 2015, 09:28 AM IST
বিহারের গ্রামে বাড়ি বাড়ি আগুন লাগিয়ে দিল উন্মত্ত জনতা, জ্যান্ত পুড়ে মৃত ৩, গ্রেফতার ১৪
Photo courtesy: Hindistan Times

পাটনা: বিহারের মুজফফরপুর জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ৩জনকে জ্যান্ত পুড়িয়ে মারার সঙ্গে অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হল। রবিবার সন্ধেতে উন্মত্ত কিছু ব্যক্তি মুজফফরপুরের একটি গ্রামে হামলা চালিয়ে প্রায় ২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই হামলায় ৩ জন জ্যান্ত পুড়ে মারা গেছে। ২জন আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাটনা থেকে ৫৫ কিলোমিটার দূরে বাহিওয়ারা গ্রামে প্রতিশোধ নেওয়ার জন্যই এই হত্যালীলা চালানো হয়েছে। কিছুদিন আগে, নিম্নবর্ণের এক যুবক সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মেয়ের সঙ্গে পালিয়ে যায়। রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় পার্শ্ববর্তী এলাকা থেকে। পুলিসের দাবি, এর জেরেই মেয়েটির গ্রামে হামলা চালিয়ে ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

বিহার পুলিসের অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল গুপ্তেশ্বর পান্ডে জানিয়েছেন এলাকায় উত্তেজনা থাকলেও এখন তা নিয়ন্ত্রণে। কার্ফু জারি করা না হলেও বসানো হয়েছে পুলিসি প্রহরা।

পুলিস সূত্রে খবর অবস্থার অবনতি আটকাতে সবধরণের ব্যবস্থা নেওয়া হয়ে

মৃত প্রত্যেকের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে বিহার সরকার।

 

.