আজও সাউথ অ্যাভিনিউতেই বিক্ষোভ দেখাবেন তৃণমূলের সাংসদরা
গতকালের পর আজ ফের বিক্ষোভ দিল্লিতেও। আজও সাউথ অ্যাভিনিউতেই বিক্ষোভ দেখাবেন তৃণমূলের সাংসদরা। গতকালই নয় রাজ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গতকাল তৃণমূলের ধর্নার প্রেক্ষিতে আগে থেকেই সতর্ক ছিল দিল্লি পুলিস। কিন্তু, আগের মতো আর কোনও চমক না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের পথেই হেঁটেছিলেন তৃণমূলের সাংসদরা।
ওয়েব ডেস্ক: গতকালের পর আজ ফের বিক্ষোভ দিল্লিতেও। আজও সাউথ অ্যাভিনিউতেই বিক্ষোভ দেখাবেন তৃণমূলের সাংসদরা। গতকালই নয় রাজ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গতকাল তৃণমূলের ধর্নার প্রেক্ষিতে আগে থেকেই সতর্ক ছিল দিল্লি পুলিস। কিন্তু, আগের মতো আর কোনও চমক না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের পথেই হেঁটেছিলেন তৃণমূলের সাংসদরা।
আরও পড়ুন সুদীপ্ত সেনের সঙ্গে একাধিকবার বৈঠক করেন সুদীপ, চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের
আন্দোলনের ঝাঁঝ বাড়ালেও সম্ভবত কৌশল বদলে ফেলেছেন দলের নেতারা। নোটবন্দি এবং রাজনৈতিক প্রতিহিংসার ইস্যুকে সামনে আনতে গেরিলা আন্দোলনকে হয়তো আর হাতিয়ার করতে চাইছে না তৃণমূল। তাই এবার অন্য স্ট্র্যাটেজিতে হাঁটতে চাইছেন তৃণমূলের সাংসদ নেতারা।