Truck Diver Strike: জাতীয় পরিবহন আইনের প্রতিবাদ, দেশজুড়ে পথে ট্রাক চালকরা
ট্রাকস অ্যাসোসিয়েশনের দাবি, ধর্মঘট ডাকেনি সমিতি। ট্রাক চালকরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজেদের মধ্যে কথা বলে ধর্মঘটের আয়োজন করে। মঙ্গলবার সকাল থেকে তারাতলা হাইড রোড অবরোধ করে রাখল ট্রাক চালকরা। তাদের দাবি অল্প বেতনে কাজ করেন তারা, সেই কারণেই সেই আইন মেনে নিতে পারছেন না তারা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত জুড়ে ট্রাক চালকরা ভারতীয় ন্যায় সংহিতার অধীনে হিট অ্যান্ড রানের ঘটনায় নতুন বিধানের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। আগে, আইপিসির বিভিন্ন ধারায় হিট অ্যান্ড রান মামলা দায়ের করা হতো, যার শাস্তি ছিল দুই বছরের সাজা।
অন্যদিকে, সংশোধিত ভারতীয় ন্যায় সংহিতা হিট অ্যান্ড রান অপরাধের শাস্তি দশ বছর পর্যন্ত বাড়িয়েছে।
ট্রাকচালকরা এই পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, দাবি করছেন যে এই বিধানটি ট্রাক চালকদের জন্য কঠোর হিসেবে প্রমাণিত হবে এবং আরও বেশি লোককে তাদের জীবিকা উপার্জনের উপায় হিসাবে ট্রাক ড্রাইভিং বেছে নেওয়া থেকে নিরুৎসাহিত করবে।
পাশাপাশি এই ধর্মঘট সাপ্লাইচেনকেও প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পেট্রোল এবং ডিজেলের সরবরাহকে প্রভাবিত করবে। বম্বে পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি চেতন মোদী বলেন, ‘বড় ডিলার এবং পেট্রোল পাম্পের মালিকরা ৩-৪ দিনের উদ্বৃত্ত স্টক কিনেছিলেন। কিন্তু ছোট ডিলাররা, যাদের ঋণের সীমাবদ্ধতা রয়েছে এবং স্টোরেজ সুবিধা নেই তারা তা করতে পারেনি। ১ জানুয়ারি, একটি কম বিক্রির দিন। কিন্তু ধর্মঘট চলতে থাকলে, মুম্বইয়ের অনেক পেট্রোল পাম্প আজ সন্ধ্যায় বা আগামীকাল সকালে বন্ধ হয়ে যেতে পারে’।
আরও পড়ুন: Indias Longest Sea Bridge: রাম মন্দিরের আগে দেশের দীর্ঘতম এই সমুদ্র সেতুর উদ্বোধন করবেন মোদী
মুম্বই পেট্রোল অ্যাসোসিয়েশন জানিয়েছে যে এটি মুম্বইয়ের পেট্রোল এবং ডিজেল সরবরাহকে ৫০ শতাংশ পর্যন্ত প্রভাবিত করতে পারে।
অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের কোর কমিটির চেয়ারম্যান বাল মালখিত সিং, বলেন, ‘ভারতে আমাদের ট্রাক ড্রাইভারের ২৭ শতাংশ ঘাটতি রয়েছে। এই ধরনের নিয়ম এই চ্যালেঞ্জকে আরও তীব্র করতে পারে। আমরা চালকদের কাছে আবেদন জানাই। ধৈর্য বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা মেনে চলার জন্য। আমরা সরকারকে অনুরোধ করছি সমস্যাটি সমাধানের জন্য অবিলম্বে উদ্যোগ নেওয়ার জন্য’।
আরও পড়ুন: Ph D Sabzi Wala: ঝুলিতে রয়েছে পিএইচডি; পড়াতেন বিশ্ববিদ্যালয়ে, এখন বাড়ি বাড়ি সবজি বেচেন ড. সন্দীপ
ট্রাকস অ্যাসোসিয়েশনের দাবি, ধর্মঘট ডাকেনি সমিতি। ট্রাক চালকরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজেদের মধ্যে কথা বলে ধর্মঘটের আয়োজন করে। এখনও পর্যন্ত, আন্দোলনরত চালকরা বলছেন, ধর্মঘট চলবে ৩ জানুয়ারি পর্যন্ত।
অন্যদিকে, নতুন জাতীয় পরিবহন আইনের প্রতিবাদে কলকাতায় পথে নামল ট্রাক চালকরা। মঙ্গলবার সকাল থেকে তারাতলা হাইড রোড অবরোধ করে রাখল ট্রাক চালকরা। তাদের দাবি অল্প বেতনে কাজ করেন তারা, সেই কারণেই সেই আইন মেনে নিতে পারছেন না তারা। যতক্ষণ না এই আইনের সংশোধন করা হবে ততক্ষণ ট্রাক চালকরা গাড়ি চালাবেন না এবং বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)