এভারেস্টের পর সেভেন সামিটস জয়ের লক্ষ্যে মজেছে দেরাদুনের দুই যমজ বোন

মনের জোর আর কঠোর পরিশ্রমে সবই সম্ভব। দেরাদুনের দুই বোন তাসি-নুসি তারই জ্বলন্ত প্রমাণ। ভারতে তাঁরাই প্রথম যমজ বোন, যাঁরা এভারেস্ট চূড়ায় উঠে বিশ্বরেকর্ড গড়েছেন। আপাতত তাঁদের  লক্ষ্য, সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়া, সেভেন সামিটস জয়।  

Updated By: Aug 22, 2014, 07:22 PM IST
এভারেস্টের পর সেভেন সামিটস জয়ের লক্ষ্যে মজেছে দেরাদুনের দুই যমজ বোন

মুম্বই: মনের জোর আর কঠোর পরিশ্রমে সবই সম্ভব। দেরাদুনের দুই বোন তাসি-নুসি তারই জ্বলন্ত প্রমাণ। ভারতে তাঁরাই প্রথম যমজ বোন, যাঁরা এভারেস্ট চূড়ায় উঠে বিশ্বরেকর্ড গড়েছেন। আপাতত তাঁদের  লক্ষ্য, সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়া, সেভেন সামিটস জয়।  

গোটা বিশ্বের কাছে তাঁরা INSPIRATION। অসম্ভবকে সম্ভব করার অণুপ্রেরণা। দেরাদুনের একুশ বছরের দুই তরুণী। এই বয়সেই একের পর এক কীর্তি গড়ে তাঁরা সাফল্যের শিখরে ।

শুধু মাউন্ট এভারেস্ট নয়, তাসি ও নুসির রেকর্ডের ঝুলিতে আছে আরও বিস্ময়। এবছর মে মাসে তাঁরা আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারো জয় করেছেন। নাম উঠেছে লিমকা বুক অফ রেকর্ডসে।

প্রতিপদে বিপদের আশঙ্কা, একটু অসতর্কতায় মৃত্যুর হাতছানি। এসব তো রয়েইছে। তবে তারও আগে পাহাড়ের টান, অ্যাডভেঞ্চারের আকর্ষণ আর সবচেয়ে বেশি নিজেদের প্যাশন এবং কিছু করে দেখানোর জেদ তাঁদের সাফল্যের মন্ত্র। এতে কোনও দ্বিমত নেই দু- বোনের।

 

.