অসমে বায়ুসেনার চপার দুর্ঘটনায় মৃত ২
বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ চপারটি ভেঙে পড়ে মাজুলিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বায়ুসেনার দুই পাইলটের।
নিজস্ব প্রতিবেদন : ভারতীয় বায়ুসেনার চপার দুর্ঘটনায় মৃত্যু হল দুই পাইলটের। ঘটনাটি ঘটেছে অসমের মাজুলি দ্বীপের সুময়মারি চাপুরি এলাকায়। ইতিমধ্যেই পুলিস ও বায়ুসেনার উদ্ধারকারী দল সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ চপারটি ভেঙে পড়ে মাজুলিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বায়ুসেনার দুই পাইলটের।
বায়ুসেনা সূত্রে খবর, চপারটি জোরহাট থেকে অরুণাচল প্রদেশের দিকে যাচ্ছিল। টেকঅফের পর থেকেই তাতে সমস্যা দেখা দেয়। অবশেষে ব্রক্ষ্মপুত্র নদের ওপর মাজুলি দ্বীপের সুময়মারি চাপুরি এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে শুরু হয় উদ্ধারকাজ।
আরও পড়ুন- মৃত ছেলের বীর্য সংরক্ষণ করে যমজ নাতির মুখ দেখলেন দম্পতি