মন্ত্রী, অন্তর্জাল প্রেম, বিতর্ক ও একটি অস্বাভাবিক মৃত্যু
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের অস্বাভাবিক মৃত্যুর পরই ফের সামনে চলে এল টুইট-বিতর্ক। কারণ, অনেকেই শশী থারুর, সুনন্দা পুষ্কর এবং পাক সাংবাদিক মেহের তারারের সিরিয়াল টুইটার পোস্টকে সুনন্দার মৃত্যুর সঙ্গে একসূত্রে দেখতে চাইছেন।গত বুধবার শশী থারুরের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন পাক সাংবাদিক মেহের তারার। শশী থারুরের টাইম লাইনে মেহের লেখেন
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের অস্বাভাবিক মৃত্যুর পরই ফের সামনে চলে এল টুইট-বিতর্ক। কারণ, অনেকেই শশী থারুর, সুনন্দা পুষ্কর এবং পাক সাংবাদিক মেহের তারারের সিরিয়াল টুইটার পোস্টকে সুনন্দার মৃত্যুর সঙ্গে একসূত্রে দেখতে চাইছেন।গত বুধবার শশী থারুরের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন পাক সাংবাদিক মেহের তারার। শশী থারুরের টাইম লাইনে মেহের লেখেন
শশী, আমি তোমাকে ভালবাসি। আমি তোমাকে চিরকাল পাগলের মতো ভালবাসব।
মেহেরের পরের টুইট ছিল
শশী, আমি আর কাঁদছি না। আমি ভেঙেও পড়ছি না। তোমাকে আমি কত কম চিনতাম, তা এখন বুঝতে পারছি।
কম যাননি শশী থারুরও। মেহের তারারের টুইটের উত্তরে তিনি লেখেন,
তুমি আমাকে ফলো করছ না। রি-টুইট করছ না, টুইটারে আমাকে উত্তরও দিচ্ছ না। তোমার যা ইচ্ছা, তা নিয়েই আমি সন্তুষ্ট।
তুমি আমার কথা বিশ্বাস করছ, এটাই যথেষ্ট। প্রকাশ্যে আমি কোনও কিছু চাই না। যতদিন না আমরা দুজনে প্রকাশ্যে আসতে পারি, ততদিন অপেক্ষা করব।
বিষয়টি জানতে পেরে মেহের তারারকে একহাতে নেন শশী-পত্নী সুনন্দা পুষ্কর। মেহেরকে আইএসআই এজেন্ট বলেও অভিযোগ করেন সুনন্দা। তিনি লেখেন,
আমাদের একা থাকতে দাও। আমার স্বামীর সঙ্গে কথা বলা, জোরাজুরি করা বন্ধ করো। মহিলা হিসাবে
এতে তোমার আত্মমর্যাদা খর্ব হচ্ছে।
পরের টুইটে সুনন্দা লেখেন,
এটা খুব হাস্যকর। নির্বাচনের আগে একজন সাংসদকে বদনাম করার জন্য পাক-সাংবাদিককে ব্যবহার করা হচ্ছে। যে কিনা নিজেই এখন বেকার।
শশী আর আমি যে একসঙ্গে খুব সুখে আছি তা জেনে ওর খারাপ লাগবে জানি। অসুস্থ হয়ে আমি চিকিতসার জন্য বাইরে যেতেই শকুনেরা ঝাঁপিয়ে পড়েছে।
সুনন্দার টুইটের জবাব দেন মেহের তারারও।
যে মহিলা মানসিকভাবে অসুস্থ তাঁকে আমার কিছুই বলার নেই। আইএসআই এজেন্ট, স্বামীর পিছু নেওয়ার মতো অভিযোগ সম্পর্কে কিছু বলতে চাই না। এ থেকে বোঝা যাচ্ছে ও কী ধরনের মহিলা।
মেহের আরও লেখেন,
মহিলা হয়ে আরেকজন মহিলাকে নিজের স্বামীর সঙ্গে জুড়ে দেওয়া সবচেয়ে কদর্য অসুখ। নিজের বিয়ের প্রতি ওঁর কোনও সম্মানই নেই।
শশী থারুর ও মেহের তারারের এই ঘনিষ্ঠ টুইট বার্তা নিয়ে ততদিনে শোরগোল পড়ে যায় সবমহলে। বিতর্ক ঢাকতে শশী জানিয়ে দেন কেউ তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে। ওই পোস্টগুলি নাকি তিনি
করেইন নি।
এবার আসরে নেমে টুইট বিতর্কের মোড় অন্যদিকে ঘুরিয়ে দেন সুনন্দা। জানিয়ে দেন মোটেই হ্যাক হয়নি শশীর অ্যাকাউন্ট। তিনিই শশীর অ্যাকাউন্ট থেকে মেহেরকে ওই বার্তা দিয়েছেন।
বৃহস্পতিবারই নিজেদের সুখী দম্পতি বলে দাবি করেছিলেন থারুর পত্নী। আর শুক্রবার রাতে দিল্লির লীলা প্যালেস হোটেলের ঘর থেকে উদ্ধার হল শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃতদেহ। যা উসকে দিল অনেক রহস্য।