দেশে কোনও প্রান্তেই জিন্নাহর গুণকীর্তন করা যাবে না: যোগী

 জিন্নাহ বিতর্কে মুখ খুললেন যোগী আদিত্যনাথ।  

Updated By: May 3, 2018, 10:10 PM IST
দেশে কোনও প্রান্তেই জিন্নাহর গুণকীর্তন করা যাবে না: যোগী

নিজস্ব প্রতিবেদন: জিন্নাহর বিতর্কে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বরে হিংসার ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে যোগীর বার্তা, দেশভাগের জন্য দায়ী মহম্মদ আলি জিন্নাহ। তাঁকে নিয়ে মাতমাতি করার কোনও প্রশ্নই নেই। 

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি ঘিরে বিতর্কের সূত্রপাত। ছবিটি সরানোর দাবিতে উপাচার্যকে চিঠি লিখেছেন আলিগড়ের বিজেপি সাংসদ সতীশ গৌতম। উপাচার্যের বক্তব্য, আলিগড় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন জিন্নাহ। বহুবছর ধরেই এই ছবিটি টাঙানো রয়েছে। ছবিটি সরানোর দাবিতে বুধবার আলিগড় বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন কয়েকজন বিক্ষোভকারী। 

বুধবার যোগী আদিত্যনাথ বলেন, ''আলিগড় হিংসায় তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত-রিপোর্টের অপেক্ষা করছি আমরা। হিংসায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে সরকার।  একইসঙ্গে যোগী বলেন, ''অবিভক্ত ভারতের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন মহম্মদ আলি জিন্নাহ। ব্যর্থ হওয়ার পর আলাদা দেশের দাবি করেছিলেন উনি। দেশের কোনওপ্রান্তেই জিন্নাহ-স্তুতির প্রশ্নই নেই।''  

আরও পড়ুন- বিরোধিতা এড়িয়ে তাত্ক্ষণিক তিন তালাক নিয়ে অর্ডিন্যান্সের পথে কেন্দ্র

.