উরির কান্না শোনা যাচ্ছে দেশজুড়ে
জঙ্গি হানায় প্রাণ গিয়েছে আঠারো জওয়ানের। উরির কান্না শোনা যাচ্ছে দেশজুড়ে। স্রেফ পাক উস্কানিতে প্রাণ গিয়েছে ঘরের ছেলেদের। মেনে নিতে পারছে না আম জনতা। সেনাঘাঁটিতে জঙ্গিহানার মারা গেছেন জম্মুর সাম্মার বাসিন্দা রবি পাল। ভেঙে পড়েছেন তাঁর পরিবারের লোকেরা। বিহারের গয়াতেও কান্নার রোল। নায়েক SK বিদ্যার্থী এখানকারই বাসিন্দা। উরিতে জঙ্গিহামলা ছিনিয়ে নিয়েছে শহরের অ্যাডভেঞ্চার প্রেমী ছেলেটাকে। ঝাড়খণ্ডের খুন্তির শহিদ সিপাই জাওড়া মুণ্ডা। উত্তর প্রদেশের গাজিপুরের সিপাই হরিন্দর যাদব শহিদ হয়েছেন। এই রাজ্যের দুই বাসিন্দাও উরিতে শহিদ হয়েছেন। একজন হাওড়ার যমুনাভেলির বাসিন্দা G দলাই। দ্বিতীয়জন সাগরের বাসিন্দা বিশ্বজিত্ ঘড়াই।
ওয়েব ডেস্ক: জঙ্গি হানায় প্রাণ গিয়েছে আঠারো জওয়ানের। উরির কান্না শোনা যাচ্ছে দেশজুড়ে। স্রেফ পাক উস্কানিতে প্রাণ গিয়েছে ঘরের ছেলেদের। মেনে নিতে পারছে না আম জনতা। সেনাঘাঁটিতে জঙ্গিহানার মারা গেছেন জম্মুর সাম্মার বাসিন্দা রবি পাল। ভেঙে পড়েছেন তাঁর পরিবারের লোকেরা। বিহারের গয়াতেও কান্নার রোল। নায়েক SK বিদ্যার্থী এখানকারই বাসিন্দা। উরিতে জঙ্গিহামলা ছিনিয়ে নিয়েছে শহরের অ্যাডভেঞ্চার প্রেমী ছেলেটাকে। ঝাড়খণ্ডের খুন্তির শহিদ সিপাই জাওড়া মুণ্ডা। উত্তর প্রদেশের গাজিপুরের সিপাই হরিন্দর যাদব শহিদ হয়েছেন। এই রাজ্যের দুই বাসিন্দাও উরিতে শহিদ হয়েছেন। একজন হাওড়ার যমুনাভেলির বাসিন্দা G দলাই। দ্বিতীয়জন সাগরের বাসিন্দা বিশ্বজিত্ ঘড়াই।
আরও পড়ুন ভারত-পাক আকাশে ফের যুদ্ধের মেঘ