দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ভাদোদরা, আটক ২০০, এখনও উত্তপ্ত পরিস্থিতি
গুজরাতের ভাদোদরায় সাম্প্রদায়িক দাঙ্গায় এখনও পর্যন্ত ২০০ জনকে আটক করা হয়েছে। দুই গোষ্ঠীর মধ্যেকার সংঘর্ষে এখনও উত্তপ্ত ভাদোদরা। নতুন করে কোনও অশান্তির খবর পাওয়া না গেলেও পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রচুর পুলিস ফোর্স মোতায়েন করা হয়েছে গোটা শহরে।
![দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ভাদোদরা, আটক ২০০, এখনও উত্তপ্ত পরিস্থিতি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ভাদোদরা, আটক ২০০, এখনও উত্তপ্ত পরিস্থিতি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/09/30/29578-vadodara.jpg)
ভাদোদরা: গুজরাতের ভাদোদরায় সাম্প্রদায়িক দাঙ্গায় এখনও পর্যন্ত ২০০ জনকে আটক করা হয়েছে। দুই গোষ্ঠীর মধ্যেকার সংঘর্ষে এখনও উত্তপ্ত ভাদোদরা। নতুন করে কোনও অশান্তির খবর পাওয়া না গেলেও পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রচুর পুলিস ফোর্স মোতায়েন করা হয়েছে গোটা শহরে।
একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত।
গত সপ্তাহে বৃহস্পতিবার কিছু আইনজীবীদের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু ব্যক্তির মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়। এরপর থেকে উত্তেজনা আরও বেড়ে যায়।
গত চারদিন ধরেই সাম্প্রদায়িক সংঘর্ষ চলছিল ভাদোদরায়। রবিবারতা তীব্র আকার নেয়।