ভারতীয় রেলের সঙ্গে গাঁটছড়া বাঁধল ভোডাফোন
ভারতীয় রেল ক্যাটরিং ও টুরিজম কর্পোরেশন ভারত বিপিওর সঙ্গে জুটি বাঁধল ভোডাফোন ইন্ডিয়া। এই পার্টনারশিপের ফলে মোবাইলে রেলের টিকিট বুকিংয়ের দায়িত্ব নিয়েছে ভোডাফোন ইন্ডিয়া।
ওয়েব ডেস্ক: ভারতীয় রেল ক্যাটরিং ও টুরিজম কর্পোরেশন ভারত বিপিওর সঙ্গে জুটি বাঁধল ভোডাফোন ইন্ডিয়া। এই পার্টনারশিপের ফলে মোবাইলে রেলের টিকিট বুকিংয়ের দায়িত্ব নিয়েছে ভোডাফোন ইন্ডিয়া।
এবার থেকে জিএসএম অপারেটরের মোবাইল থেকে মানি ট্রান্সফার করতে পারবেন গ্রাহকরা। ভোডাফোন এম-পেসা (Vodafone M-Pesa) সার্ভিস ব্যবহার করে টিকিট বুকিংয়ের সুবিধা পাবেন তারা। এ দিন ভোডাফোনের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে এই পার্টনারশিপের খবর।
শুধু টিকিট বুকিং বা মানি ট্রান্সফার নয়, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে টিকিট ক্যানসেল করারও সুবিধা পাবেন গ্রাহকরা। জেনে নেওয়া যাবে টিকিটের পিএনআর স্টেটাসও (PNR status)।