আগে মৃত্যু নিয়ে সঠিক তথ্য দিচ্ছিল না কিছু রাজ্য, এক লাফে মৃতের সংখ্যা বাড়ায় যুক্তি স্বাস্থ্যমন্ত্রকের

"করোনার পাশাপাশি যাতে অন্যান্য চিকিৎসায় যাতে অবহেলা না হয় সেদিকে আমাদের নজর দিতে হবে।"

Updated By: May 5, 2020, 08:07 PM IST
আগে মৃত্যু নিয়ে সঠিক তথ্য দিচ্ছিল না কিছু রাজ্য, এক লাফে মৃতের সংখ্যা বাড়ায় যুক্তি স্বাস্থ্যমন্ত্রকের

নিজস্ব প্রতিবেদন : এর আগে কিছু কিছু রাজ্য সময়ে আক্রান্ত বা মৃতের পরিসংখ্যান পাঠায়নি। এখন সেই আসল সংখ্যাটা পেতে লাফ দিয়ে বেড়েছে পরিসংখ্যান। মঙ্গলবার এমনটাই বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যুগ্মসচিব লব আগরওয়াল। সেই রাজ্যগুলিকে এ বিষয়ে অবগত করা হয়েছিল বলে জানান তিনি। "এরপরেই এখন বেড়েছে সংখ্যা," বললেন লব।

প্রতিদিনের মতো এদিন বিকেলে সাংবাদিক সম্মেলনে লব বলেন, "করোনার পাশাপাশি যাতে অন্যান্য চিকিৎসায় যাতে অবহেলা না হয় সেদিকে আমাদের নজর দিতে হবে।" সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলিতে অন্যান্য রোগীদের যাতে চিকিৎসার অসুবিধা না হয় সে বিষয়ে জোর দেন তিনি। করোনাভাইরাস-এর উপর গুরুত্ব দিতে গিয়ে যাতে সাধারন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে না পড়ে সেদিকে নজর দিতে বলেন লব। 

স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব জানান মঙ্গলবার পর্যন্ত ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৬,৪৩৩। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩,৯০০ জন আক্রান্তের হদিস মিলেছে। প্রাণ হারিয়েছেন ১৯৫ জন। অন্যদিকে সুস্থতার হার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলে জানান লব। ১,০২০ জন চিকিৎসায় সুস্থ হয়েছেন বলে জানান তিনি। মঙ্গলবার পর্যন্ত সুস্থতার হার ২৭.৪১ শতাংশ।

.