বাণিজ্যনগরীতে বণিকমহলের কাছে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার কথা তুলে ধরল সরকার
মুম্বইয়ের বণিকমহলের কাছে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার কথা তুলে ধরল রাজ্য সরকার। জানুয়ারিতে বেঙ্গল লিডসের আগে আজ মুম্বইয়ে রোড শো-র আয়োজন করা হয়। রোড শোয়ে ছিলেন এ রাজ্যের বিশিষ্ট শিল্পপতিরা।
ওয়েব ডেস্ক: মুম্বইয়ের বণিকমহলের কাছে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার কথা তুলে ধরল রাজ্য সরকার। জানুয়ারিতে বেঙ্গল লিডসের আগে আজ মুম্বইয়ে রোড শো-র আয়োজন করা হয়। রোড শোয়ে ছিলেন এ রাজ্যের বিশিষ্ট শিল্পপতিরা।
আগামী ৭ ও ৮ জানুয়ারি নিউ টাউনের ইকো ট্যুরিজম পার্কে শিল্প সম্মেলন বেঙ্গল লিডসের আয়োজন করেছে রাজ্য সরকার। সম্মেলন সফল করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজে নেমে পড়েছেন সরকারি আমলারা। বেঙ্গল লিডসের আগে বাণিজ্যনগরীতে বণিকসভা সিআইআই-এর সঙ্গে যৌথ উদ্যোগে রোড শো-র আয়োজন করা হয়। আর্থিক পরিষেবা, শিক্ষা, তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত পঞ্চাশের বেশি শিল্পপতি রোড শোয়ে অংশ নেন। লগ্নি টানতে মুম্বইয়ে মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, সেই বাণিজ্যনগরীতেই এ রাজ্যে বিনিয়োগের জন্য শিল্পমহলের কাছে আহ্বান জানালেন সরকারি আমলারা।
অনুষ্ঠানে হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, আগামী দিনে পূর্ব ভারতের ওয়াল স্ট্রিট হয়ে উঠবে নিউ টাউন। লগ্নি টানতে নিউ টাউনের পরিকাঠামো উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি।
পশ্চিমবঙ্গে বিনিয়োগ করলে কী কী সুবিধা পাওয়া যাবে মুম্বইয়ের বণিকমহলের কাছে তা বিস্তারিতভাবে তুলে ধরেন রাজ্য শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ গুপ্ত। রাজ্য সরকারের শিল্পনীতি সম্পর্কেও জানান তিনি।
সিঙ্গাপুর সফরে রাজ্যের শিল্পপতিদের নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিনিয়োগের অভিজ্ঞতা কী রকম, তাঁদের মুখ থেকেই সে কথা শুনেছিলেন সিঙ্গাপুরের লগ্নিকারিরা। বিনিয়োগ টানতে এ দিন মুম্বইয়ের রোড শোয়েও একই ভূমিকায় দেখা গিয়েছে রাজ্যের শিল্পপতিদের। বেঙ্গল লিডসের আগে বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং চেন্নাইয়েও রোড শো করবে রাজ্য সরকার।