৩২ বছর ধরে নরেন্দ্র মোদীকে খুঁজছিলেন ব্যাঙ্ক কর্মীরা!

পুরনো কথা বললেন মোদী।

Updated By: Sep 2, 2018, 12:51 PM IST
৩২ বছর ধরে নরেন্দ্র মোদীকে খুঁজছিলেন ব্যাঙ্ক কর্মীরা!

নিজস্ব প্রতিনিধি : এক, দুই বা পাঁচ নয়। ৩২ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুঁজছিলেন ব্যাঙ্কের কর্তারা। তাঁর একটা সই প্রয়োজন ছিল ব্যাঙ্কের। কিন্তু সেটা জোগাড় করতে গিয়ে কার্যত কালঘাম ছুটেছিল ব্যাঙ্ক কর্মীদের।

আরও পড়ুন-  একজন ঋণখেলাপকারীকেও ধার দেয়নি এনডিএ সরকার, মনে করালেন মোদী

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক উদ্বোধনে এসে গল্পে মেতে উঠেছিলেন প্রধানমন্ত্রী। বলছিলেন নিজের জীবনের অনেক পুরনো কথা। সেইসব পুরনো স্মৃতি ঘাঁটতে গিয়ে প্রধানমন্ত্রী জানালেন, জীবনের অনেকটা সময় পর্যন্ত তাঁর নামে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। নিজস্ব অ্যাকাউন্ট-এর নাকি প্রয়োজনই ছিল না তাঁর। প্রধানমন্ত্রী বলছিলেন, ''বহু বছর আগে দেনা ব্যাঙ্কে আমার একটা অ্যাকাউন্ট ছিল। তখন আমি স্কুলে পড়ি। স্কুলের তরফে সব ছাত্রদের একটা করে পিগি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছিল। যদিও আমার সেই অ্যাকাউন্ট চিরকাল খাল হয়েই পড়ে রইল। কোনওদিন সেখানে একটা পয়সাও ছিল না।''

আরও পড়ুন-  বিহারে এনডিএ-র আসন সমঝোতার 'ডিল' অধরাই

সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নিয়েই মহাফাঁপড়ে পড়েছিলেন কর্মীরা। মোদী বলছিলেন, ''ওরা আমাকে ৩২ বছর ধরে খুঁজছিল। আসলে গ্রাম ছাড়ার পর আমার তো নির্দিষ্ট কোনও ঠিকানা ছিল না। তাই ব্যাঙ্কের লোকরা আমাকে খুঁজে বের করতে পারত না। ৩২ বছর পর ওরা আমাকে খুঁজে পেল। একদিন ব্যাঙ্ক থেকে কয়েকজন লোক এসে আমার সই নিল। জানতে পারলাম ওরা আমার অ্যাকাউন্ট বন্ধ করতে আমাকে খুঁজছিল। গুজরাটের এমএলএ হওয়ার পর আমার মাইনে চালু হল। তাই তখনই আমার জীবনের প্রথম অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়ল।''

.