'দিল্লিশ্বর' কে? বুধবার জানাবে সুপ্রিম কোর্ট
কেজরির দলের বক্তব্য, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে কেন্দ্র আসলে ক্ষমতা কুক্ষিগত করতে চায়।
নিজস্ব প্রতিবেদন: দিল্লির 'প্রধান' কে? বুধবার সকালে এই প্রশ্নের নিস্পত্তি করবে সুপ্রিম কোর্ট। দিল্লির মুখ্যমন্ত্রী না উপ-রাজ্যপাল কার হাতে থাকবে শীর্ষ ক্ষমতার ব্যাটন, এই প্রশ্নের মীমাংসা চেয়ে মামলা দায়ের হয়েছে সর্বোচ্চ আদালতে। বিগত এক মাস শুনানি চলার পর বুধবার সেই মামলায় রায় ঘোষণা করবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
২০১৫ সালে দিল্লির ক্ষমতা দখলের পর থেকেই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ক্ষমতার ভরকেন্দ্র নিয়ে কেন্দ্রের বিরোধ বেঁধেছে। কেজরির দলের বক্তব্য, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে কেন্দ্র আসলে ক্ষমতা কুক্ষিগত করতে চায়। উল্লেখ্য, উপ-রাজ্যপাল কেন্দ্রেরই প্রতিনিধি। এই বিষয়ে মামলা করে দিল্লি হাইকোর্টের রায়ে বেকায়দায় পড়তে হয়েছে কেজরি শিবিরকে। 'সংবিধান অনুযায়ী' উপ-রাজ্যপালেরই যে পাল্লা ভারী সেকথা জানিয়ে হাইকোর্ট। এরপরই ফের বিচার চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় আম আদমি পার্টি। বুধবার সেই মামলারই রায় ঘোষণা হবে। আরও পড়ুন- সুপ্রিম নির্দেশ : রাজ্য নয়, ডিজিপি নিয়োগ করবে ইউপিএসসি