কে এই ইয়াসিন ভাটকল?

ইয়াসিন ভাটকল, জঙ্গী গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের অন্যতম প্রতিষ্ঠাতা বর্তমানে পুলিসের জালে। আজ সকালে ভারত-নেপাল সীমান্ত থেকে ভাটকালকে গ্রেফতার করেছে এনআইএ। আদতে কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দা ভাটকলের আসল নাম মহম্মদ আহমেদ সিদিবাপা। ভাটকল তুতোভাই রিয়াজ ও ইকবালের সঙ্গে জোট বেঁধে ইন্ডিয়ান মুজাহিদিন গড়ে তোলেন।

Updated By: Aug 29, 2013, 12:38 PM IST

ইয়াসিন ভাটকল, জঙ্গী গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের অন্যতম প্রতিষ্ঠাতা বর্তমানে পুলিসের জালে। আজ সকালে ভারত-নেপাল সীমান্ত থেকে ভাটকালকে গ্রেফতার করেছে এনআইএ। আদতে কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দা ভাটকলের আসল নাম মহম্মদ আহমেদ সিদিবাপা। ভাটকল তুতোভাই রিয়াজ ও ইকবালের সঙ্গে জোট বেঁধে ইন্ডিয়ান মুজাহিদিন গড়ে তোলেন।
এনআইএ-র মোস্ট ওয়ান্টেড লিস্টের অন্যতম ভাটকল ২০১০-এ পুনের জার্মান বেকারি বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত। ২০১০-এ বেঙ্গালুরুতে ম্যাচ চলাকালীন একটি ক্রিকেট স্টেডিয়ামের বাইরে বিস্ফোরণেরও মূল অভিযুক্ত ভাটকল।
মজার ব্যাপার জাল টাকার মামলায় ভাটকালকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিস। যথাযথ তথ্য না থাকার দরুণ ভাটকলকে চিনতে না পেরে তাকে ছেড়ে দেওয়া হয়।
পুলিসের অনুমান দিল্লি পুলিসের চোখে ধুলো দিয়ে ভুয়ো আত্মপরিচয় দিয়ে ভাটকল ভারত থেকে প্রথমে বাংলাদেশ এবং তারপরে পাকিস্তানের করাচিতে পালিয়ে গিয়েছিল।

.