গুজরাট নির্বাচনের আগে শীতকালীন অধিবেশন করার সাহস হল না বিজেপির

১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। মাঝে ২৪ ও ২৫ তারিখ বড়দিনের ছুটি।

Updated By: Nov 24, 2017, 03:37 PM IST
গুজরাট নির্বাচনের আগে শীতকালীন অধিবেশন করার সাহস হল না বিজেপির

নিজস্ব প্রতিবেদন: গুজরাটের ভোটগ্রহণের পর দিন, ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। আসন্ন অধিবেশনে তিন তালাক নিষিদ্ধকরণ ও অনগ্রসর শ্রেণির কমিশনকে সাংবিধানিক বৈধতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল পাশ হাওয়ার কথা। অধিবেশন চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। মাঝে ২৪ ও ২৫ তারিখ বড়দিনের ছুটি থাকায় বন্ধ থাকবে অধিবেশন।

সুষ্ঠুভাবে সংসদ চলতে দেওয়ার জন্য শুক্রবার বিরোধীদের আহ্বান জানিয়েছেন সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার। তবে জোর বিতণ্ডার ইঙ্গিত দিয়ে রেখেছে বিরোধীরা। বৃহস্পতিবারই রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়ন জানিয়েছিলেন, সরকারকে চেপে ধরতে বিরোধীরা একজোট। এমনকী সরকারের বিরুদ্ধে সোচ্চার এনডিএ শরিক শিবসেনাও। শুক্রবার কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ''জিএসটি, নোট বাতিল, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ ও হাফিজ সইদের মুক্তির পর গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে। দলের মধ্যে আলোচনা করেই বিষয় নির্বাচন হবে।''      

আরও পড়ুন- ঋণখেলাপির নামে প্রতারণা রুখতে কড়া দাওয়াই কেন্দ্রীয় সরকারের

গুজরাট ভোটের আগে সুকৌশলে শাসক দল সংসদকে এড়িয়ে গেল বলে ইতিমধ্যেই অভিযোগ করেছে বিরোধীরা। অধিবেশন চলাকালীন সরকারের ব্যর্থতা ও দুর্নীতি বেরিয়ে আসতে পারে সেই ভয়েই শীতকালীন অধিবেশন পিছিয়ে দিল বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অবশ্য আগেই জানিয়েছিলেন, ''শীতকালীন অধিবেশন হবে। তবে সংসদে ভোটের রাজনীতি করার সুযোগ করে দিতে নারাজ সরকার।''
 
 

.