মহারাষ্ট্রে নয়া আইন- এবার সরকারি কাজে বিবাহিত মহিলাদের অভিবাবক বাবাও, শিশুদের মা

এখন থেকে সরকারি কাজে বিবাহিত মহিলারা ব্যবহার করতে পারবেন নিজের পিতার নাম। শিশুদের জন্য বাবার পাশাপাশি মায়ের নামও ব্যবহৃত হবে।

Updated By: Jun 25, 2014, 11:55 AM IST

এখন থেকে সরকারি কাজে বিবাহিত মহিলারা ব্যবহার করতে পারবেন নিজের পিতার নাম। শিশুদের জন্য বাবার পাশাপাশি মায়ের নামও ব্যবহৃত হবে। মহারাষ্ট্র নারী ও শিশু কল্যাণ দফতর থেকে জানানো হয়েছে, যে কোনও সরকারি কাজে অভিবাবক হিসাবে আগে শিশুদের জন্য পিতা ও স্ত্রীর জন্য স্বামীর নাম ব্যবহার করা হত। এখন থেকে স্ত্রীর ক্ষেত্রে স্বামী ছাড়াও নিজের পিতার নাম ও শিশুদের জন্য মায়ের নাম ব্যবহার করা যাবে।

গত ২০১৪, মার্চ মাসে মন্ত্রীসভায় পাশ হয় এই আইন। যদি কোনও মহিলা সরকারি দফতরে পরিচয় সমস্যায় পড়েন তাঁরা সরাসরি জেলা কালেক্টরের কাছে অভিযোগ জানাতে পারেন। এই আইনে জানানো হয়েছে শিশুদের ক্ষেত্রে অভিবাবকরা পিতা মাতা দুজনের নাম অথবা যে কোনও একজনের নাম ব্যবহার করতে পারবেন।

.