মনমোহনের জমানায় গঙ্গার জল পান করতে পারতেন প্রিয়ঙ্কা! কটাক্ষ নিতিনের
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাত্কারে নিতিন গডকড়ী প্রশ্ন তোলেন, যদি ইলাহাবাদ-বারাণসী জলপথ সংস্করণ না করতাম, তা হলে উনি কি ভ্রমণ করতে পারতেন?
নিজস্ব প্রতিবেদন: ‘শুনলাম গঙ্গার জল পান করেছেন। গঙ্গাবক্ষে ভ্রমণও করছেন। প্রিয়ঙ্কাই তা হলে প্রমাণ করলেন, ভাল কাজ করেছি আমরা।” এমনই মন্তব্য শোনা গেল কেন্দ্রীয় সড়ক পরিবহণ, জাতীয় সড়ক, জাহাজ এবং জলসম্পদ মন্ত্রী নিতিন গডকড়ী গলায়। গত সপ্তাহে গঙ্গা বক্ষে প্রয়াগরাজ থেকে মোদীর লোকসভা কেন্দ্র বারণসী পর্যন্ত তিন ব্যাপী নির্বাচনী প্রচার চালিয়েছেন কংগ্রেসের সদ্য নিযুক্ত সাধারণ সচিব প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। গঙ্গা তীরবর্তী মানুষের সঙ্গে আলাপচারিতা, মন্দির-দরগা পরিদর্শনের পাশাপাশি মোদীর সরকারের ব্যর্থতা তুলে ধরেন প্রিয়ঙ্কা। গঙ্গার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাত্কারে নিতিন গডকড়ী প্রশ্ন তোলেন, যদি ইলাহাবাদ-বারাণসী জলপথ সংস্করণ না করতাম, তা হলে উনি কি ভ্রমণ করতে পারতেন? গঙ্গার জলও পান করেছেন তিনি। ইউপিএ সরকারের আমলে তা করতে পারতেন? নিতিন দাবি করেন, ২০২০ সালে মধ্যে ১০০ শতাংশ গঙ্গা স্বচ্ছ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। পূর্ব উত্তর প্রদেশে ৪১টি কেন্দ্রের নির্বাচনী দায়িত্ব মেলার পর গঙ্গা বক্ষে অভিনব প্রচার শুরু করেন প্রিয়ঙ্কা। মোদী সরকারের পাশাপাশি যোগী আদিত্যনাথের সমালচনায় মুখর হন তিনি। যোগী সরকারের সদ্য প্রকাশিত রিপোর্ট কার্ড প্রসঙ্গে প্রিয়ঙ্কার মন্তব্য, বাস্তবের সঙ্গে মিল নেই ওই রিপোর্ট কার্ডের। প্রসঙ্গত, উত্তর প্রদেশে অপহরণ, সাম্প্রদায়িক হিংসা শূন্যে নেমে এসেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আরও পড়ুন- ঋণ মেলার সবুজ সংকেত জেটকে, পদত্যাগ করলেন সংস্থার কর্ণধার নরেশ গয়াল এবং তাঁর স্ত্রী
নিতিন এ দিন আরও বলেন, গঙ্গার পাশাপাশি যমুনাকে স্বচ্ছ বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এর জন্য ১৩ প্রকল্পের কাজ চলছে। যমুনায় নিকাশির জল পড়াও নিষিদ্ধ করা হবে। তবে, সুযোগ পেলেই এ গুলো করা সম্ভব বলে এ দিন নিতিন গডকড়ী স্পষ্ট করেন।