উত্তর প্রদেশ পুর নির্বাচনে বিরাট জয়ের পর মোদী-যোগী সাক্ষাত্
উত্তর প্রদেশের পুরসভা ভোটে সাফল্যের পর শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত্ যোগী আদিত্যনাথের।
নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশ পুর নির্বাচনে বিরাট জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন যোগী আদিত্যনাথ। দু'জনের বেশ কিছুক্ষণ কথাও হয়। একে সৌজন্য সাক্ষাত্ বলে দাবি করেছে দু'পক্ষই।
শনিবারই উত্তর প্রদেশের পুর নির্বাচনে বিশাল জয় পেয়েছে গেরুয়া শিবির। ১৬টির মধ্যে ১৪টিই দখল করেছে তারা। ঐতিহাসিক জয়ের কৃতিত্ব নরেন্দ্র মোদীকে দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। সাফল্যে উজ্জীবিত আদিত্যনাথের চ্যালেঞ্জ, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে ১০০ শতাংশ আসনেই জিতবে বিজেপি।
আরও পড়ুন- বিজেপি ১৪, বিএসপি ২; আমেঠিতেও খাতা খুলতে পারল না কংগ্রেস
গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে এই জয় স্বস্তি দিয়েছে নরেন্দ্র মোদীকে। শনিবার ফলপ্রকাশের পরই তিনি টুইট করেন, ''দেশে আরও একবার উন্নয়নের জয় হল। এই জয় জলকল্যাণকে আরও দিশা দেবে।''