Mamata Banerjee Attacks Yogi Adityanath: 'ফির যোগীজি আয়েগা, তো আপ লোগকো খা জায়েগা', আদিত্যনাথকে বেনজির আক্রমণ মমতার
উত্তরপ্রদেশে 'খেলা হবে' স্লোগান মমতার
নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশ ভোটের (UP Assembly Election 2022) আগে লখনউয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অখিলেশ যাদবের (Akhilesh Yadav) হয়ে প্রচারে ঝড় তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) কার্যত তুলেধনা করলেন তিনি।
লখনউয়ে অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) পাশে বসিয়ে একটি ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের বিজেপি সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেনজির আক্রমণ করেন তিনি। উত্তরপ্রদেশের মানুষের উদ্দেশে হিন্দিতে মমতা বলেন, "ফির যোগীজি আয়েগা, তো আপ লোগকো খা জায়েগা। অর্থাৎ আরও একবার যোগী ক্ষমতায় এলে আপনাদের খেয়ে ফেলবে"। তিনি আরও জানান, কেবল ভোটের সময় সাধু-সন্ন্যাসী হলে চলবে না। সারা বছর সাধু-সন্ন্যাসী হতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক্ষেত্রেও যোগী আদিত্যনাথকেই (Yogi Adityanath) নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
I urge you all to support Samajwadi Party and make them win, defeat BJP. Don't fall for false promises made by BJP... I will also visit Varanasi on 3rd March: West Bengal CM & TMC leader Mamata Banerjee, in Lucknow pic.twitter.com/KUWaCd01WP
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 8, 2022
উত্তরপ্রদেশেও 'খেলা হবে' স্লোগান তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা, "বাংলা পারলে, উত্তরপ্রদেশও পারবে। বাংলায় বিজেপি হেরেছে। উত্তরপ্রদেশেও হারবে। ১:১ হবে। অখিলেশ জিতবে। ঘরে ঘরে একটাই আওয়াজ অখিলেশ জিন্দাবাদ।"
BJP deployed its entire strength in West Bengal but they could not defeat Didi. She has came to Lucknow from Kolkata but those from BJP couldn't come to UP from Delhi stating 'bad weather'. BJP's plane of lies won't be able to land in UP this time: Akhilesh Yadav, Samajwadi Party pic.twitter.com/DxHNxHRBdC
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 8, 2022
একই সঙ্গে কংগ্রেসকে নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী। আসাদউদ্দিন ওয়েইসিকে 'বিজেপির কোকিল' বলে কটাক্ষ করেন তিনি। একই সঙ্গে কৃষক আন্দোলন, কোভিডকালে মৃত্যু-এই সমস্ত ইস্য়ু নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মানুষের কাছে বিজেপি নেতাদের ক্ষমা চাওয়ার নিদান দেন তিনি।
আরও পড়ুন: Amit Malviya On Mamata-Abhishek: 'মমতা-অভিষেকের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে', ফের টুইটে খোঁচা বিজেপি নেতার
আরও পড়ুন: Mamata-Abhishek: 'মমতাকে দ্রুত মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে চান অভিষেক', টুইটে কটাক্ষ বিজেপি নেতার