Human Hair: বিগত ১৬ বছর নিজেরই চুল খাচ্ছেন মহিলা! ডাক্তাররা পেট কেটে বের করলেন...

2 kg of human hair extracted from womans stomach: উত্তরপ্রদেশের ঘটনায় থ দেশ! মহিলার পেট কাটতেই বেরিয়ে এল...  

| Oct 07, 2024, 17:13 PM IST
1/5

চুলই চুল...

Human Hair

উত্তরপ্রদেশের বেরেলিতে ঘটে গিয়েছে এক আঁতকে ওঠার মতো ঘটনা। ২১ বছর বয়সী এক মহিলার পেটের ভিতর থেকে ডাক্তাররা প্রায় ২ কেজি চুল বের করলেন। সেই মহিলা গত ১৬ বছর ধরেই নাকি নিজের চুল খাচ্ছেন! ভাবা যায়!

2/5

চুলের প্রভাব...

Human Hair

মহিলার চুলগুলি সম্পূর্ণ ভাবে তার পেটের গহ্বর এবং এমনকী তার অন্ত্রের কিছু অংশ গ্রহণ করে ফেলেছিল। করগাইনার এই বাসিন্দার বিগত ২০ সেপ্টেম্বর সিটি স্ক্যানে পেটের ভিতরে জমা চুল দেখা গিয়েছিল। ২৬ সেপ্টেম্বর তাঁর অস্ত্রোপচার হয়। সার্জনরা পেট কেটে চুলের বিরাট দলা বার করেন।

3/5

ট্রাইকোফ্যাগিয়া

Trichophagia

মহিলার এই অস্বাভাবিক ঘটনার সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে মনের সমীকরণ। তিনি ভুগছিলেন ট্রাইকোফ্যাগিয়া বা রাপুনজেল সিনড্রোমে। কী এই ট্রাইকোফ্যাগিয়া? এই মনস্তাত্ত্বিক ব্যাধিযুক্ত ব্যক্তিরা নিজের চুল চোষে বা চিবিয়ে খায়। গিলেও নেন অনেকে! এই অবস্থা রোগী শক্ত খাবার খেতে পারে না এবং যখনই সে তরল খায় তখন বমি হয়ে যায়।  

4/5

ট্রাইকোফ্যাগিয়া

Trichophagia

'ট্রাইকোফ্যাগিয়া একটি ক্রনিক মানসিক ব্যাধি যা বারবার শরীরে চুল ঢোকানোর সঙ্গে জড়িয়ে। এটি প্রায়শই ট্রাইকোটিলোম্যানিয়ার সঙ্গেই যুক্ত থাকে, এমন অবস্থার মধ্যে দিয়ে যে যায়, সে,  নিজের চুল টেনে নেবেই।' বলছেন বেরেলির জেলা হাসপাতালের সার্জন ডাক্তার এমপি সিং।

5/5

কাউন্সেলিংয়ের পর মহিলার বক্তব্য়

 Women After Counselling

কাউন্সেলিং করার পর একুশ বছরের সেই মহিলা স্বীকার করেছেন যে, সে পাঁচ বছর বয়স থেকেই তাঁর চুল খাচ্ছেন।