বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় 'বুরেভি'! আগামী ৪৮ ঘণ্টায় তোলপাড়ের অপেক্ষায় দক্ষিণের ২ রাজ্য

Dec 01, 2020, 18:19 PM IST
1/5

নিভার এর পর বঙ্গোপসাগরে ফুঁসছে আরও এক ঘূর্ণিঝড় 'বুরেভি'। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নিয়ে আছড়ে পড়তে পারে কেরল, পুদুচেরি ও তামিলনাড়ুর কিছু অংশে।

2/5

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ওই নিম্নচাপের ফলে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। 

3/5

বৃহস্পতিবার তা আছড়ে পড়তে পারে দক্ষিণ ভারতের উপকুলবর্তি রাজ্যগুলিতে।

4/5

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বর্তমানে ওই গভীর নিম্নচাপটি রয়েছে কন্যাকুমারী থেকে ৯৩০ কিলোমিটর দক্ষিণ-পূর্বে। বুধবার সন্ধে নাগাদ সেটি শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি পার করে যেতে পারে। পরদিন সন্ধেয় সেটি ভারতীয় উপকূলে চলে আসতে পারে। 

5/5

আবহাওয়া দফতরের সতর্কবার্তা-ওই ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে কেরল ও তামিলনাড়ু উপকূলের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে।  সঙ্গে ঝড়। এনিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কেরল সরকার। কেন্দ্রের কাছ থেকেও সাহায্য চাওয়া হয়েছে।