অঞ্জন রায়: কলকাতায় এসেছেন অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন মুকুল রায়, রাহুল সিনহা।বিমানবন্দরে হাজির হন পটাশপুরে নিহত মদন ঘড়ুইয়ের পরিবারও। এয়ারপোর্টের বাইরে অপেক্ষায় ছিলেন প্রচুর বিজেপি কর্মী সমর্থক। ছিল ব্যান্ড-তাসাও।
2/5
এদিন অমিত শাহের সঙ্গে দেখা করতে আসেন মদন ঘড়ুই-এর পরিবার। অভিযোগ তাঁদের যেতে বাধা দেওযা হয়। যদিও পরে তাঁরা অমিত শাহ অবধি পৌঁছন। কথা বলেন।
photos
TRENDING NOW
3/5
তাঁদের সমস্ত কথা শাহ শুনেছেন বলেই খবর, পাশাপাশি বিষয়টি নজরে রাখার আশ্বাসও দিয়েছেন তিনি। বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের মৃত্যুর ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ৫ নভেম্বর দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ।
4/5
ডিভিশন বেঞ্চেই মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত, নাবালিকা অপহরণের অভিযোগে অগাস্ট মাসে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে মদন ঘড়ুই নামে এক জনকে গ্রেফতার করে পুলিস।
5/5
বিজেপির দাবি, ১৩ অক্টোবর তার মৃত্যু হয় পুলিস হেফাজতেই। অন্যদিকে, পুলিসের বক্তব্য, জেল হেফাজতে ছিলেন মদন ঘড়ুই। এই ঘটনায় ময়দানে নামে বিজেপি।