'Molnupiravir' ওষুধ ২৪ ঘন্টার মধ্যে রোধ করবে করোনা, দাবি গবেষকদের

Dec 06, 2020, 12:27 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: নিউইয়র্ক, গবেষকরা আবিষ্কার করেছেন একটি নতুন অ্যান্টিভাইরাল ড্রাগ।  MK-4482/EIDD-2801, যার পোশাকি নাম মলনুপীরাভীর। যা  SARS-CoV-2-কে  ২৪ ঘণ্টার মধ্যে দমন করবে বলে দাবি গবেষকদের। 

2/5

নেচার মাইক্রোবায়োলজি জার্নালে প্রকাশিত গবেষণা অনুসারে জর্জিয়ার স্টেট ইউনিভার্সিটি (জিএসইউ) এর গবেষণা দলটি প্রাথমিকভাবে জানিয়েছে,  ড্রাগটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধে লড়তে সিদ্ধহস্ত।  

3/5

জিএসইউর গবেষণার লেখক রিচার্ড প্লেম্পার বলেছেন, "SARS-CoV-2 সংক্রমণ দ্রুত বন্ধ করার জন্য  MK-4482/EIDD-2801  গেম-চেঞ্জিং হতে পারে।"

4/5

প্রসঙ্গত, দেশবাসীকে এক বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন করোনার ভ্যাকসিনের জন্য দেশবাসীকে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না, আর কয়েক সপ্তাহের মধ্যেই দেশে আসছে ভ্যাকসিন।

5/5

এক সর্বদলীয় বৈঠক থেকে মোদী জানিয়েছেন, ভারতে তিনটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। বিজ্ঞানীরা অনুমতি দিলেই আর কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে ঘরে ঘরে চলে আসবে টিকা।