Mysterious balls from the Sea: সাদা ও ধূসর রঙের রহস্যময় বল ভেসে আসছে সৈকতে। বন্ধ করে দেওয়া হল ৯টি সৈকত।
Jan 14, 2025, 22:20 PM IST
1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সমুদ্র থেকে ভেসে আসছে ছোট আকারের সাদা ও ধূসর রঙের রহস্যময় বল। যার জেরে মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনির নয়টি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
2/6
সেই সৈকতগুলি হল- ম্যানলি, ডি হোয়াই, লং রিফ, কুইন্সক্লিফ, ফ্রেশওয়াটার, নর্থ কার্ল অ্যান্ড সাউথ কার্ল, নর্থ স্টেইনি ও নর্থ নারাবিন।
photos
TRENDING NOW
3/6
অস্ট্রেলিয়ার নর্দান বিচ কাউন্সিলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তারা জানায়, সৈকতে ভেসে আসা বস্তুগুলি নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
4/6
জানা গিয়েছে, বল আকৃতির ওই বর্জ্যগুলোর বেশির ভাগই আকারে মার্বেলের সমান। তবে কয়েকটি কিছুটা বড় বলে জানা গিয়েছে।
5/6
সোনালি রঙের বালি আর স্বচ্ছ জলের কারণে সিডনির সৈকতগুলি বিশ্বজুড়ে জনপ্রিয়।
6/6
আরও জানা গিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণকারী ও স্নানপিপাসুদের বন্ধ ঘোষণা করা সৈকতগুলি এড়িয়ে চলতে এবং ভেসে আসা বর্জ্যের স্পর্শ থেকে দূরে থাকতে বলা হয়েছে। পরীক্ষার জন্য ভেসে আসা বর্জ্যগুলোর নমুনা সংগ্রহ করা হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।