West Bengal Weather Update: অসহ্য! স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি বেশি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা? বৃষ্টি কবে?
West Bengal Weather Forecast: বলা হয়েছিল, আগামী অন্তত ৫ দিন বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আপাতত নেই কালবৈশাখীও। উত্তরে পার্বত্য-সহ উপরের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আছে বটে। কিন্তু নীচে, সমতলে? কিংবা আরও নীচে, দক্ষিণবঙ্গে?
অয়ন ঘোষাল: সকালের আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তার কথা বলা হয়েছিল। পশ্চিমাঞ্চল তো বটেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতির কথা বলা হয়েছিল। আরও জানানো হয়েছিল আগামী অন্তত ৫ দিন বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আপাতত নেই কালবৈশাখীও। উত্তরে পার্বত্য-সহ উপরের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরবঙ্গের নীচের তিন জেলা মালদা এবং দুই দিনাজপুরে চূড়ান্ত গরম থাকবে। তাপপ্রবাহের কবলে পড়বে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট-সংলগ্ন কিছু এলাকা। পরিস্থিতি যে তেমনই থাকছে, স্পষ্ট করে দিল আজকের বিকেলের পূর্বাভাসও। কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের তরফে সোমনাথ দত্ত (ডিডিজিএম, পূর্বাঞ্চল) যা বলেছেন, তার মর্মার্থ হল, আগামী ২২ এপ্রিলের আগে দক্ষিণবঙ্গে এই দাবদাহের কোনো সুরাহা নেই।