Bengal Weather Updates: রবিসকাল থেকেই কি শীতে পাকাপাকি ছেদ? বৃষ্টি আর গরমে কি নাজেহাল হতে হবে?

Bengal Weather Updates: কী জানা গেল আলিপুর আবহাওয়া দফতরের শনিবারের বিকেলের আবহাওয়ার খবরে? এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই?

| Jan 04, 2025, 18:31 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন শনিবারের বিকেলের আবহাওয়া। কী বললেন তিনি? জানালেন, এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

1/6

পাহাড়ে শীত?

রবিবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে রাজ্যে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কুয়াশা। (তথ্য: অয়ন ঘোষাল)

2/6

কুয়াশা

দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায়। (তথ্য: অয়ন ঘোষাল)

3/6

ফের নামবে পারদ

রবিবার থেকে আগামী তিন দিন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার থেকে ফের নামবে পারদ। পরবর্তী দু'দিনে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। (তথ্য: অয়ন ঘোষাল)

4/6

মঙ্গলে বৃষ্টি

মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ চার জেলায়। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। (তথ্য: অয়ন ঘোষাল)

5/6

পুবালি হাওয়ার দাপট

পরপর পশ্চিমি ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে। উত্তুরে হাওয়া কার্যত বন্ধ। বাড়ছে পুবালি হাওয়ার দাপট। (তথ্য: অয়ন ঘোষাল) 

6/6

বাড়বে উষ্ণতা

সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসবে জলীয় বাষ্প। এর প্রভাবে রবিবার থেকে ফের বাড়বে উষ্ণতা। (তথ্য: অয়ন ঘোষাল)