ফের লম্বা লাফ মারল নোভেল করোনা! দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৫ লক্ষ

Aug 30, 2020, 11:03 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: কোনও বাধ মানছে না নোভেল করোনাভাইরাস। হাজার চেষ্টা করেও রোখা যাচ্ছে না এই মারণ সংক্রমণকে। গত ২৪ ঘন্টায় দেশে ফের করোনা আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৭৬১ জন। যা একদিনে এপর্যন্ত সর্বোচ্চ। দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৩৫ লক্ষ ৪২ হাজার ৭৩৩ জন।  

2/5

গত ২৪ ঘন্টায় করোনা করোনার কবলে মোট প্রাণ হারিয়েছেন  ৯৪৮ জন। দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ৬৩ হাজার ৪৯৮ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ লক্ষ ১৩ হাজার ৯৩৩ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৭ লক্ষ ৬৫ হাজার ৩০২ জন।  

3/5

মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৭ লক্ষ ৬৪ হাজার ২৮১ জন। প্রাণ হারিয়েছেন ২৪ হাজার ১০৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ৫৪ হাজার ৭১১ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৮৫ হাজার ৪৬৭ জন।  

4/5

মহারাষ্ট্রের পরেই দেশে করোনা বিধ্বস্ত তামিলনাড়ু। সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ১৫ হাজার ৫৯০। প্রাণ হারিয়েছেন ৭ হাজার ১৩৭ জন।  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৭২৭ জন। এখন সে রাজ্যে সক্রিয় করোনা রোগী ৫২ হাজার ৭২৬ জন।

5/5

অন্ধ্র প্রদেশেরও বেহাল অবস্থা। সেখানে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৬৪ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৯৭ হাজার ৬৮১। করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ১২ হাজার ৬৮৭ জন। সে রাজ্যে মোট নোভেলের বলি ৩ হাজার ৭৯৬ জন।