দিনভর ঠাসা কর্মসূচি, কলকাতায় এসে কালীঘাট মন্দিরে পুজো দিলেন জেপি নাড্ডা

Dec 09, 2020, 21:03 PM IST
1/5

শিয়রে একুশের বিধানসভা ভোট। ফের বাংলায় হাজির বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। দিনভর ঠাসা কর্মসূচি ফাঁকে বুধবার কালীঘাটে মন্দিরে পুজো দিলেন তিনি। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সভা ডায়মন্ড হারবারে।  

2/5

সফর দু'দিনের, বুধবার দুপুরে দমদম বিমানবন্দরে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা(JP Nadda)।  

3/5

হেস্টিংসে দলের নতুন কার্যালয়ে উদ্বোধন করেন নাড্ডা(JP Nadda)। সেখানে বিজেপি কর্মীদের বার্তা দেন, 'রাজ্যে সংগঠন বিস্তারের সঙ্গে ধৈর্য ধরতে হবে। কেউ এরাজ্যে বিজেপিকে(BJP) ঠেকাতে পারবে না। বিহার বিধানসভা নির্বাচনে অনেকেই অনেক কথাই বলেছিল। অনেক সেফলজিস্ট ভবিষ্যবাণী করেছিলেন, এবার বিজেপির কোনও চান্স নেই। বিহারের মানুষ দেখিয়ে দিয়েছে। ভবিষ্যতবাণী যাঁরা করেছিলেন তাঁরা জানতেন না কেন্দ্রে রয়েছে মোদীজির সরকার।'   

4/5

বিজেপির সভাপতির পরবর্তী গন্তব্য ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্বাচনী কেন্দ্র ভবানীপুর। গিরিশ মুখার্জী রোডে একটি অপরিসর গলিতে 'আর নয় অন্যায়' কর্মসূচির প্রচার শুরু করেন নাড্ডা।  

5/5

সেখান থেকে সোজা চলে যান কালীঘাট মন্দিরে(Kalighat Temple)। মন্দিরের গর্ভগৃহে বিগ্রহের সামনে প্রদীপ জ্বালিয়ে আরতি করেন জেপি নাড্ডা, পুজো দেন।