ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনার জের পড়ল রাজ্যের অন্ডাল বিমান বন্দরে
Mar 13, 2019, 21:36 PM IST
1/5
সুতপা সেন: ইথিওপিয়ায় বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট বিমান দুর্ঘটনার জের। পিছিয়ে গেল অন্ডাল থেকে বিমান পরিষেবা।
2/5
১৫ এপ্রিল অন্ডাল থেকে পরিষেবা চালু করার করা ছিল স্পাইস জেটের। অন্ডাল থেকে মুম্বই ও চেন্নাইয়ে পৌঁছত যাত্রিবাহী বিমান।
photos
TRENDING NOW
3/5
স্পাইস জেট ভারতের একমাত্র বিমান সংস্থা যারা সম্পূর্ণ পরিষেবা দেয় বোয়িং বিমানের মাধ্যমে।
4/5
বর্তমানে স্পাইস জেটের কাছে ১০০টি বিমান আছে। তার মধ্যে ১২টি বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট বিমান। ইথিওপিয়ায় দুর্ঘটনার পর ভারতের আকাশে নিষিদ্ধ হয়েছে বোয়িংয়ের এই বিমান। এর ফলে বসে গিয়েছে ওই বিমানগুলি। সে কারণে অন্ডাল থেকে পরিষেবা আপাতত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা।
5/5
এমন পরিস্থিতিতে রাজ্য সরকার চাইছে, অন্য কোনও বিমান সংস্থা অন্ডাল থেকে পরিষেবা চালু করুক। প্রসঙ্গত, অন্ডালে দিল্লি ও হায়দরাবাদ- এই দুই রুটে উড়ান চালু রয়েছে। সপ্তাহে ৩ দিন দুটি রুটে ফ্লাইট চালায় এয়ার ইন্ডিয়া।