1/8
কয়লা ও গরুপাচারে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা বিনয় মিশ্র কোথায়? তদন্তে নেমে নতুন তথ্য পেল সিবিআই। জানা গেল দুর্নীতিতে অভিযুক্ত বিনয় আর ভারতর নাগরিকই নন। তিনি এখন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু-র নাগরিকত্ব নিয়েছেন। অস্ট্রেলিয়া ও ফিজির মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত অপূর্ব এই দ্বীপরাষ্ট্র।
2/8
দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকার এই ভানুয়াতু প্রজাতন্ত্র (Republic of Vanuatu) ৮০টি দ্বীপ নিয়ে গঠিত। হাওয়াই দ্বীপপুঞ্জের ৫৬০০ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং অস্ট্রেলিয়ার ২৪০০ কিমি উত্তর-পূর্বে অবস্থিত এই ভানুয়াতু উনিশ শতকের শেষ ভাগ থেকে ১৯৮০ সালে স্বাধীনতা অর্জনের আগে পর্যন্ত যৌথভাবে ফরাসি ও ব্রিটিশ শাসনাধীন ছিল। তখন এর নাম ছিল নিউ হিব্রাইডস। পোর্ট-ভিলা ভানুয়াতুর রাজধানী।
photos
TRENDING NOW
3/8
জানা গিয়েছে, এ হেন ছবির দেশে কবিতার দেশে পৌঁছে গিয়েছেন বিনয়। জানা গিয়েছে, ২২ ডিসেম্বর দুবাইয়ের ভারতীয় দূতাবাসে ভারতের পাসপোর্ট জমা দিয়েছিলেন বিনয়। তখন তিনি জানিয়েছিলেন, তিনি ভানুয়াতু-র নাগরিকত্ব নিয়েছেন। ভারতীয় নাগরিকত্ব আইন অনুসারে দ্বৈত নাগরিকত্ব যেহেতু বৈধ নয়, তাই অন্য দেশের নাগরিকত্ব নিতে গেলে ভারতীয় নাগরিকত্ব ছাড়তে হয়। জমা দিতে হয় পাসপোর্টও। সেটাই করেছিলেন বিনয়। এই খবর পেয়ে বিদেশমন্ত্রকের মাধ্যমে দ্বীপরাষ্ট্রটির সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে সিবিআই। সে কথা আলাদা। আপাতত আসুন, আমরা ভানুয়াতুর ভানুমতীর খেলের সঙ্গে কিঞ্চিৎ পরিচিত হতে চেষ্টা করি।
4/8
5/8
6/8
7/8
8/8
photos