Swami Vivekananda: সকাল থেকেই ভক্তের ঢল বেলুড় মঠে! সাড়ম্বরে উদযাপিত হচ্ছে স্বামীজির ১৬৩ তম জন্মতিথি উৎসব...

Swami Vivekananda Jayanti 2025: ১৬৩ তম স্বামী বিবেকানন্দের জন্মদিবস। দেশজুড়ে পালিত জাতীয় যুব দিবস। বেলুড় থেকে স্বামীজির জন্মভিটে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ, দিনভর কর্মসূচি।

Jan 12, 2025, 09:41 AM IST
1/6

দেবব্রত ঘোষ: স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস ও ৪১ তম জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল থেকেই বেলুড়মঠে অনুষ্ঠান। 

2/6

ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজোপাঠ শুরু হয়। 

3/6

সকাল থেকেই বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুড় মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরির মাধ্যমে পড়ুয়া ও শিক্ষার্থীরা যুব দিবসে বেলুড় মঠে শামিল হন। 

4/6

তারা স্বামীজীর ছবি সম্বলিত বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে, স্বামীজি এবং ঠাকুরের গান গাইতে গাইতে মন্দির পদক্ষেপ এবং ঠাকুর দর্শন করে। 

5/6

এই উপলক্ষে মূল মন্দিরের বাঁদিকে অস্থায়ী মন্ডপে স্বামীজি সম্বলিত যে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

6/6

সেখানে তারা স্বামীজি বিষয়ক নানা অনুষ্ঠান, বেদপাঠ,ভজন, ভক্তিগীতি, স্তবগীতি, স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ, দুপুর তিনটে ধর্মসভা সন্ধ্যায় সন্ধ্যারতির পর অনুষ্ঠানের পরিসমাপ্তি।