বড়দিনে জমজমাট শহর, ক্যাথিড্রাল চার্চ ঘুরে শুভেচ্ছা বার্তা রাজ্য়পালের

Dec 25, 2020, 12:53 PM IST
1/8

বড়দিনের সকালে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে রাজ্যপাল জগদীপ ধনখড়। শুক্রবার সকালে টুইটবার্তায় সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন ধনখড়।   

2/8

শান্তি, আনন্দ ও অন্যের জীবন আলোকিত করার কথা উল্লেখ করেছেন তিনি। শহর কলকাতা উত্সবের আমেজে, টুইট ধনখড়ের। এ দিন ক্যাথিড্রাল চার্চ থেকে বেরিয়ে রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তিনি।   

3/8

অন্যদিকে বড়দিনে জাঁকিয়ে শীত শহরে। হাওয়া অফিস বলছে বছর শেষেও বজায় থাকবে ঠান্ডা। বৃহস্পতিবারের থেকে শুক্রবার তাপমাত্রার পারদ আরও খানিকটা কমেছে। তার তাই হুজুগে রাজ্যবাসীও বেরিয়ে পড়েছে বড়দিন পালনে।   

4/8

বড়দিনের আবহে সেজে উঠেছে কলকাতা। কে বলবে মহামারি চলছে! শুক্রবারের সকালে নিউ নর্মাল ক্রিসমাসে উত্সবের রোশনাই শহরজুড়ে।   

5/8

রেস্তরাঁ, পানশালাগুলিতে যথেষ্টই লোকজন ছিল। সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে চিড়িয়াখানা, ময়দান কিংবা ভিক্টোরিয়া, সকাল হতে অনেকেই বেরিয়ে পড়েছেন শীতের আমেজ উপভোগ করতে।   

6/8

পার্ক স্ট্রিটে ভিড় বেড়েছিল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই। বড়দিনের ভিড় সামলাতে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট থেকে ধর্মতলা চত্বরে অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে। এছাড়াও থাকছে সাদা পোশাকের পুলিসি নজরদারি।

7/8

ইকো পার্ক, সায়েন্সিটি, চিড়িয়াখানা থেকে সর্বত্রই ভিড় নজরে আসছে। শীতের আমেজ মেখে খুদেদের নিয়ে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন অনেকেই।  

8/8