Cholera Outbreak: ভয়ংকর ব্যাকটেরিয়া থেকে হাড়হিম পরিস্থিতি! তিন দিনে মৃত প্রায় ৬০, আক্রান্ত ১৩০০...
Cholera outbreak:
Feb 24, 2025, 16:42 PM IST
1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর রূপ নিয়েছে কলেরা। গত তিন দিনে প্রায় ৬০ জন মারা গিয়েছে এবং ১,৩০০ জনেরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে।
2/6
দক্ষিণ সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দু'বছর ধরে সেনার জন্য আধাসেনা যুদ্ধ করে চলেছে। যার ফলে দক্ষিণাঞ্চলীয় শহর কোস্তিতে জল সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়ে জল ভয়ংকরভাবে দূষিত হয়ে যাচ্ছে।
photos
TRENDING NOW
3/6
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, গত বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে রাজধানী খার্তুম থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কোস্তিতে এই রোগে ৫৮ জন মারা গেছেন এবং ১,২৯৩ জন অসুস্থ হয়ে পড়েছেন।
4/6
মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, ইতোমধ্যেই মন্ত্রণালয় এই রোগের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। যার মধ্যে শুরু হয়েছে টিকাদান।
5/6
বিশেষজ্ঞদের মতে, হোয়াইট নীল নদ শহরে সংক্রমণের সবচেয়ে সম্ভাব্য উৎস। কারণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের পর অনেক পরিবার গাধায় টানা গাড়ি নদের জলে ধুতে ব্যবহার করা হয়।
6/6
ইতোমধ্যেই স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের নদ থেকে জল সংগ্রহ করতে নিষেধ করেছে। এবং জল সরবরাহে ক্লোরিন যুক্ত জলের পরিমাণ বাড়িয়েছে।