চোখ রাঙাচ্ছে ঘূর্ণিধড় ফণি। শুক্রবার দুপুরের মধ্যে যেকোনও সময় কলকাতার উপর দিয়ে বয়ে যেতে পারে ফণি।
2/7
এই মর্মে নোটিস জারি করেছে দিল্লি মৌসম ভবন। দিল্লি মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, কলকাতার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
photos
TRENDING NOW
3/7
নোটিসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ফণির প্রভাবে কলকাতায় প্রবল বেগে ঝড় বইতে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার।
4/7
ফণির প্রভাবে শুক্রবার ৩ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলীতে।
5/7
পূর্বাভাস বলছে বেশি বৃষ্টি হবে শনিবার ৪ তারিখ। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
6/7
ইতিমধ্যেই, অন্ধ্রপ্রদেশ,ওড়িশা, পশ্চিমবঙ্গ- ৩ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক করা হয়েছে।
7/7
উপকূলবর্তী এলাকা খালি করতে বলা হয়েছে। মত্স্যজীবীরা যাঁরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে।