মাত্র ২০ সেকেন্ডের ফারাকে জীবনদান পেলেন রাহুল গান্ধী
Aug 31, 2018, 22:46 PM IST
1/6
বিমান বিপর্যয়!
মাত্র ২০ সেকেন্ড! এই ২০ সেকেন্ডই বাঁচিয়ে দিল রাহুল গান্ধীকে।
2/6
বিমান বিপর্যয়!
২৬ এপ্রিল বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কংগ্রেস সভাপতি। ওই দিন আকাশপথে কর্ণাটকে ভোটপ্রচারে যাচ্ছিলেন তিনি।
photos
TRENDING NOW
3/6
বিমান বিপর্যয়!
আকাশে হঠাত্ই অনেকটা নেমে যায় রাহুল গান্ধীর উড়ান। এর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ করেন কংগ্রেস সভাপতি।
4/6
বিমান বিপর্যয়!
কর্ণাটক পুলিসের কাছে অভিযোগ দায়ের করে কংগ্রেস। তাদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ডিজিসিএ।
5/6
বিমান বিপর্যয়!
৩০ পৃষ্ঠার রিপোর্টে ডিজিসিএ জানিয়েছে, ওই দিন মাত্র ২০ সেকেন্ডের ফারাকে জীবনদান পেয়েছেন রাহুল গান্ধী। আর ২০ সেকেন্ড হলেই রাহুলের বিমানটি ভেঙে পড়ত।
6/6
বিমান বিপর্যয়!
অটোপাইলট মোডে নিয়ন্ত্রণ হারানোর ১৫ সেকেন্ড পর সতর্কবার্তা পান বিমানকর্মীরা। প্রতিষ্ঠানিক সচেতনতা না থাকায় ম্যানুয়ালি করতে গিয়ে দেরি করে ফেলেছিলেন তাঁরা।