Donald Trump | Gaza: ফের আসন্ন যুদ্ধ? গাজা 'দখলের' ঘোষণা ট্রাম্পের! তীব্র প্রতিবাদ হামাসের...

US will take over Gaza: আফগানিস্তান-ইরাকের মতো গাজাতেও কি তবে এবার ঢুকবে মার্কিন সেনা? 

Feb 05, 2025, 17:57 PM IST
1/5

গাজার দখল নেবে আমেরিকা?

US will take over Gaza

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  পাশে দাঁড়িয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্প বললেন, আমেরিকা গাজা স্ট্রিপের দখল নেবে। আর তাতেই নতুন করে উসকে উঠল বিতর্ক। প্রতিবাদে ফের গর্জে উঠল হামাস!

2/5

গাজার দখল নেবে আমেরিকা?

US will take over Gaza

ট্রাম্প বলেন, "আমরা গাজা স্ট্রিপের দখল নেব। গাজার সংস্কার-উন্নয়ন করব। দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। গাজায় এখনও যে বোমা ও বিস্ফোরক রয়েছে, সেগুলি সব নিষ্ক্রিয় করা হবে। গাজায় অর্থনৈতিক উন্নয়ন করা হবে। যা গাজার মানুষদের কর্মসংস্থান করবে। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের মাথার উপর ছাদ তৈরি করে দেব।”

3/5

গাজার দখল নেবে আমেরিকা?

US will take over Gaza

কথায় যেন আফগানিস্তান ও ইরাক পরিস্থিতির সাথে সুর মিলছে! তবে কি এবার আফগানিস্তান-ইরাকের মতো গাজাতেও কি তবে এবার ঢুকবে মার্কিন সেনা? যার উত্তরে ট্রাম্প বলেন, “যা প্রয়োজনীয়, আমরা তাই করব।” ট্রাম্পকে সমর্থন জানিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, "এমন কিছু হতে চলেছে যা ইতিহাস বদলে দেবে।" 

4/5

গাজার দখল নেবে আমেরিকা?

US will take over Gaza

আর এরপরই ফের নতুন করে উসকে উঠেছে বিতর্ক। প্রসঙ্গত, ট্রাম্প প্রেসিডেন্টের গদিতে বসতেই সতর্কতা মেনে তড়িঘড়ি যুদ্ধ থামিয়েছে ইজরায়েল-হামাস। কিন্তু ট্রাম্পের 'গাজা দখল'-এর ঘোষণার পর ফের রাস্তায় নেমে প্রতিবাদে গর্জে উঠেছে হামাস ও প্যালেস্তিনীয়রা।

5/5

গাজার দখল নেবে আমেরিকা?

US will take over Gaza

ট্রাম্পের গাজা অধিগ্রহণের প্রস্তাব ফিরিয়ে হামাসের ঘোষণা, 'ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে আমেরিকা বিদ্বেষমূলক অবস্থান নিয়েছে।'ওদিকে সৌদি আরব ট্রাম্পের দাবি খারিজ করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, 'প্যালেস্টাইন ছাড়া ইজরায়েলের সঙ্গে কোনও জোট নয়।'