পঞ্চমী থেকে নবমী- কী রঙের পোশাক পড়লে আপনার মঙ্গল?
Oct 14, 2018, 14:43 PM IST
1/6
পোশাকে মঙ্গল
নবরাত্রিতে ৯ দিন ধরে পূজিত হন আদিশক্তির একেক রূপ। বাঙালির অবশ্য দুর্গাপুজো। মহালয়ার পর থেকে শুরু হয়ে প্যান্ডেলভ্রমণ। আর এই শুভ দিনগুলিতে কী রঙের পোশাক পরলে মঙ্গল হবে আপনার?
2/6
পঞ্চমী
পঞ্চমীতে সঙ্কটমালা দেবীর পুজো করা হয়। এই দিনে সাদা রঙের পোশাক পড়লে আপনার মঙ্গল হবে।
photos
TRENDING NOW
3/6
ষষ্ঠী
ষষ্ঠীতে পূজিত হন দেবী কাত্যায়নী। ষষ্ঠীতে শুভ রং লাল।
4/6
সপ্তমী
সপ্তমীতে পূজিত হন কালরাত্রি। এই দিনে পরা উচিত নীল।
5/6
অষ্টমী
অষ্টমীতে মা দুর্গার মহাগৌরী রূপের পুজো করা হয়। এই দিনে গোলাপি রঙের পোশাক পরলে শুভ।
6/6
নবমী
নবমীতে জগদম্ভার সিদ্ধিদাত্রী রূপের পুজো করা হয়। এই দিনে বেগুনি রঙের পোশাক পরা মঙ্গলজনক।