এজবাস্টনে বিরাট রেকর্ডের ছড়াছড়ি

Aug 03, 2018, 09:46 AM IST
1/8

Virat_8

ইংল্যান্ডের এক হাজার তম টেস্টে বিরাট রেকর্ডের ছড়াছড়ি। শুধু ভারত অধিনায়কের শতরানই নয়, বার্মিংহামে নজির গড়ার তালিকায় নাম তুললেন দুই ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস এবং স্যাম কুরানও।

2/8

Virat_7

অধিনায়ক হিসেবে দ্রুততম ৭০০০ রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ছাপিয়ে গেলেন ব্রায়ান লারাকেও। লাল বলের ক্রিকেটে এতদিন পর্যন্ত দ্রুততম ৭০০০ রানের রেকর্ড ছিল কেবল ক্যারিবিয়ান কিংবদন্তীর। ১৬৪ ইনিংসে এই উচ্চতায় পৌঁছেছিলেন লারা। বিরাট সেখানে এলেন মাত্র ১২৪ ইনিংসেই।

3/8

Virat_6

অর্ধশতরানকে শতরানে রূপান্তরিত করার ক্ষেত্রেও নজির গড়লেন বিরাট কোহলি। শতকরা ৫৭.৮৯ ইনিংসে ৫০ রানের গণ্ডি পেরলেই বিরাটের  ইনিংস শতরানে পৌঁছেছে। এই ক্যারিশ্মায় বিরাটের আগে আছেন কেবল স্যার ডন ব্র্যাডম্যান।

4/8

Virat_5

টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরাট ৬ নম্বর অধিনায়ক, যিনি ১ রানের জন্য দেড়শো রান পেলেন না। 

5/8

Virat_4

অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে ভারতকে নেতৃত্ব দিতে গিয়ে প্রথম ইনিংসেই ৫০-এর উপর রানেরও বিরল নজির গড়লেন কোহলি। এজবাস্টনে অধিনায়ক বিরাট কোহলি ছুঁয়ে ফেললেন বিজয় হাজারে (৮৯, ১৯৫২), পতৌদি জুনিয়র (৬৪, ১৯৬৭), অজিত ওয়াদেকর (৮৫, ১৯৭১), মহম্মদ আজহারউদ্দিনকেও (১২১, ১৯৯০)।  

6/8

Virat_3

লর্ডসে গম্ভীর আর অভিনব মুকুন্দ-ই শেষ ওপেনিং জুটি, যারা ইংল্যান্ডে ৫০-এর ওপর রান করেছিল। সেটা ছিল ২০১১ সালে। দীর্ঘ সাত বছরের অপেক্ষার পর বৃহস্পতিবার ৫০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়লেন বিজয়-শিখর। 

7/8

Virat_2

ইংলিশ ক্রিকেটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে অভিষেক টেস্টেই ৪ উইকেট নিলেন স্যাম কুরান। বয়স মাত্র ২০।

8/8

Virat_1

 টনি গ্রেগ, ইয়ান বোথাম, ফ্লিনটফ এবং স্টুয়ার্ট ব্রডের পর বেন স্টোকস ইংল্যান্ডের পঞ্চম ক্রিকেটার, যিনি ১০০ উইকেট-সহ টেস্ট ক্রিকেটে ২৫০০ রান করার নজির গড়লেন।