Chandramouli Biswas: কাজের অভাব বা অর্থকষ্ট নয়! চন্দ্রমৌলির আত্মহত্যার আসল কারণ জানালেন আইনজীবী...

EX-Fossils member: জানা গিয়েছিল যে, মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রমৌলি। আর্থিক অনটন থেকে শুরু করে কাজের অভাব, সবই প্রভাব ফেলেছিল তাঁর মানসিক স্বাস্থ্যে। তবে মঙ্গলবার অন্য এক কারণ সামনে আনলেন তাঁর আইনজীবী। 

Jan 14, 2025, 18:12 PM IST
1/12

চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি সঙ্গীতজগতে নেমে আসে শোকের ছায়া। তার কারণ শহরের অন্যতম প্রতিভাবান বেসিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের আত্মহত্যা। যা মেনে নিতে পারেননি আপামর সঙ্গীতপ্রেমীরা। 

2/12

চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...

কী কারণে আত্মহত্যা করলেন তিনি? উঠে আসে হাতে কাজ না থাকা থেকে শুরু করে অর্থকষ্ট এবং অবসাদের কথা। কিন্তু সত্যিই কি তাই? কাজের অভাবেই কী তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন? তাঁর আইনজীবী জানালেন সত্যিটা। 

3/12

চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...

চন্দ্রমৌলির আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় মঙ্গলবার এক পোস্টে জানালেন কেন অবসাদে ছিলেন চন্দ্রমৌলি? আইনজীবী জানান যে চন্দ্রমৌলিকে তিনি চিনতেন না। একদিন তাঁর চেম্বারে গিয়েছিলেন বেসিস্ট। 

4/12

চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...

তিনি লেখেন, "সবার মাঝখানে, যেখানে, মক্কেল রা এসে বসেন, সেখানে তুমিও বসে ছিলে। কথায় কথায় তুমি বলেছিলে, আমাদের এলাকার একজন নামী ডাক্তারের বংশধর তুমি। যে বাড়ির সঙ্গে, আমাদের সম্পর্ক বহুদিনের। তুমি কোনোদিনই তোমার পরিচয় জাহির করতে চাও নি। একদিন তোমাকে আমার চেম্বারে দেখে, আমার জুনিয়র লইয়াররা  বললেন ..."স্যার, উনি খুব গুনী মানুষ। খুব বড় মিউজিশিয়ান।"

5/12

চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...

তাঁর পোস্টেই উঠে আসে চন্দ্রমৌলির অবসাদের কথা। আইনজীবী বলেন যে তিনি একজন ভেঙে পড়া মানুষকে দেখেছেন। যে "অশান্তি" আর নিতে পারছিল না। 

6/12

চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...

তিনি লেখেন, "আমাকে দুঃখের কথা বলতে বলতে  তোমার নিজের বুকের উপর ঝুঁকে পড়তো মাথা..... থর থর করে কাঁপতে থাকত, মুখের মাংস পেশী। চোখ থেকে টপ টপ করে ঝরে পড়ত জল। আমি তোমাকে ভোকাল টনিক দেবার চেষ্টা করতাম। তোমার মধ্যের ভেঙে পড়া মানুষটাকে জাগিয়ে তোলার চেষ্টা করতাম।  বলতাম, 'আরে ....কষ্ট  পাচ্ছো  কেন? জেগে ওঠো'। তারপর হাসতে হাসতে বলতাম, 'ভ্যান গখ থেকে রবীন্দ্রনাথ, যখনই কষ্ট পেয়েছেন, তখনই হাত দিয়ে সেরা সৃষ্টি বেরিয়েছে,  তোমার হাত দিয়েও সেরা সৃষ্টি বেরবে...' ।"  

7/12

চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...

জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আরও লেখেন, "এই তো সেদিন, দুহাজার চব্বিশের শেষ দিকে, তুমি  আমার চেম্বারে এলে। থমথম করছিল মুখটা, আমি বলেছিলাম, " তুমি এবার ফ্রি। আর কোর্টে আসতে হবে না"। তুমি উত্তর দাওনি।  মুখে হাসিও ছিল না। মাথা নিচু করে, বেরিয়ে গেছিলে। আজ লোকে বলছে, আর্থিক কষ্টে ভুগছিলে। আমি জানি, তুমি মনের কষ্টে ভুগছিলে, অসহায়তা, নিঃসঙ্গতা, দীর্ঘদিনের চলা মামলা, অবশেষে মুক্তি তোমাকে খুশি করেনি। তোমার হাসি হারিয়ে গিয়েছিল। তুমি দুঃখী হয়ে পড়েছিলে। তুমি ছিলে, আসল শিল্পী, যার মনটাই সব, মন ভেঙে গেলে, যার সব চলে যায়, বাঁচার আগ্রহই চলে যায়"।

8/12

চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...

রবিবার মধ্য কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। 

9/12

চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...

দীর্ঘদিন ফসিলসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এরপর ফসিলস থেকে বেরিয়ে ‘গোলক’, ‘জম্ব্ কেজ কন্ট্রোল’ নামের ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। আচমকা তাঁর আত্মহত্যার খবরে সঙ্গীত মহলে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন ফসিলসের অসংখ্য ফ্যান। কাছের বন্ধুর মৃত্যুতে শোকাহত রূপম ইসলাম। 

10/12

চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...

জানা গিয়েছিল যে, মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রমৌলি। আর্থিক অনটন থেকে শুরু করে কাজের অভাব, সবই প্রভাব ফেলেছিল তাঁর মানসিক স্বাস্থ্যে। তবে মঙ্গলবার অন্য এক কারণ সামনে আনলেন তাঁর আইনজীবী। 

11/12

চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...

জানা যায় বাবা-মা একটি আমন্ত্রণ রক্ষায় বাইরে গিয়েছিলেন, বাড়িতে একাই ছিলেন চন্দ্রমৌলি, তখনই এই চরম সিদ্ধান্ত। চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান তাঁর বর্তমান ব্যান্ড সঙ্গী মহুল চক্রবর্তী। 

12/12

চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...

পুলিসের তরফে জানা যায়, চন্দ্রমৌলির ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। সেখানে লেখা রয়েছে, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।