নষ্ট সিমেন্টের সঙ্গে রাসায়নিক-গঙ্গা মাটি মিশিয়েই চলত বিক্রি, পর্দাফাঁস ভুয়ো কারখানার

Jan 20, 2020, 13:31 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন : রমরমিয়ে চলছিল জাল সিমেন্ট কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালাতেই পর্দা ফাঁস হল উত্তর ২৪ পরগনার নিমতার জাল সিমেন্ট কারখানার।

2/8

কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে নিমতার ফতুল্লাপুরের আমবাগানে দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই নাকি চলছিল এই জাল সিমেন্ট কারখানা। রবিবার রাতে হানা দেয় নিমতা থানার পুলিস। গ্রেফতার করে পাঁচ জনকে।

3/8

পুলিস সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন নামী-দামি কম্পানির নষ্ট হয়ে যাওয়া সিমেন্ট প্রথমে কারখানায় নিয়ে আসা হত।

4/8

তারপর তার সঙ্গে রাসায়নিক ও গঙ্গার মাটি মিশিয়ে আবার নতুন করে তা ওই নামী-দামি কম্পানির বস্তায় ভরে চালান করে দেওয়া হত। প্রায় আড়াই থেকে তিন মাস ধরে চলছিল এই জাল সিমেন্ট কারখানা।  

5/8

প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, পাশেই কল্যাণী এক্সপ্রেসওয়ে হওয়ায় সহজেই ওই জাল সিমেন্ট অন্যত্র পৌঁছে যেত।

6/8

রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় নিমতা থানার পুলিস। আটক করে সিমেন্ট বোঝাই তিনটি লরি। 

7/8

স্থানীয় সূত্রে খবর, মাসিক কয়েক হাজার টাকার বিনিময়ে ফতুল্লাপুরে বাসিন্দা মহম্মদ তার ফাঁকা জমি ভাড়া দিয়েছিল। সেখানেই তৈরি হত ওই জাল সিমেন্ট।

8/8

কাশীপুরের বাসিন্দা পণ্ডিত সাউ ও বেলগাছিয়ার বাসিন্দা শেখ সইদ এই কারখানা চালাচ্ছিল। এই চক্রের সঙ্গে জগ্গু নামে আরেক ব্যক্তিও যুক্ত আছে বলে জানা যাচ্ছে। সে নাকি বছর পনেরো ধরে তপসিয়া পঞ্চানন গ্রামে এই ব্যবসা চালাচ্ছিল।