এবার থেকে হিমালয়ের চারটি শৃঙ্গে থাকবেন অটল বিহারী বাজপেয়ী

| Oct 21, 2018, 15:02 PM IST
1/7

চারটি শৃঙ্গে থাকবেন অটল বিহারী বাজপেয়ী

1

গত ১৬ আগস্ট প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এবার তাঁকে শ্রদ্ধার্ঘ জানাতে অভিনব উদ্যোগ নিল নেহরু ইন্সস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং। 

2/7

চারটি শৃঙ্গে থাকবেন অটল বিহারী বাজপেয়ী

2

অটল বিহারী বাজপেয়ীর নামে হিমালয়ের চারটি শৃঙ্গের নামকরণ করা হল। 

3/7

চারটি শৃঙ্গে থাকবেন অটল বিহারী বাজপেয়ী

3

এই চারটি শৃঙ্গ গঙ্গোত্রী হিমবাহের ডান প্রান্তে অবস্থিত। 

4/7

চারটি শৃঙ্গে থাকবেন অটল বিহারী বাজপেয়ী

4

অটল ১, ২, ৩ ও ৪ নাম রাখা হয়েছে শৃঙ্গগুলির। 

5/7

চারটি শৃঙ্গে থাকবেন অটল বিহারী বাজপেয়ী

5

প্রথম শৃঙ্গটি ৬১০০ মিটার উচ্চতায় অবস্থিত। পরেরটি ৬১৬০ মিটারে। 

6/7

চারটি শৃঙ্গে থাকবেন অটল বিহারী বাজপেয়ী

6

তৃতীয় ও চতুর্থ শৃঙ্গগুলি ৬৫৫৭ ও ৬৫৬৬ মিটার উচ্চতায় রয়েছে। 

7/7

চারটি শৃঙ্গে থাকবেন অটল বিহারী বাজপেয়ী

7

নেহরু ইন্সস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের অধ্যক্ষ কর্নেল অমিত বিস্তের দাবি, তাঁরা এই চারটি শৃঙ্গেই অভিযান করেছেন। এবং চারটি শৃঙ্গেই তাঁরা জাতীয় পতাকা উত্তোলন করে এসেছেন।