ধনতেরসের আগে বিরাট সুখবর! সপ্তাহের শুরুতেই কমল সোনার দাম...

Gold Price | Dhanteras 2023: এখন এটাই সবচেয়ে বড় সুখবর! সোমবার খুব সামান্য হলেও কমল সোনার দাম। ধনতেরসের আগে সকলেই চান সোনা বা রুপো কিনতে। খুলে গেল সেই সুযোগ।

| Nov 06, 2023, 18:29 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখন এটাই সবচেয়ে বড় সুখবর! সবচেয়ে স্বস্তিদায়কও হয়তো। আজ, সোমবার খুব সামান্য হলেও কমল সোনার দাম। ধনতেরসের আগে সকলেই চান সোনা বা রুপো কিনতে। খুলে গেল সেই সুযোগ। 

1/7

ধনসম্পদে

ধনতেরসে সকলের কামনা, ঘর ভরে উঠুক ধনসম্পদে। এদিন ধনদেবীকে তুষ্ট করাই প্রথা। 

2/7

ধাতুমূল্য

তবে তার আগে সকলেই সোনারুপোর দামের দিকে নজর করে বসে থাকেন।

3/7

সোনার দাম

ইদানীংকালে সোনার দাম আগুন বললেও কম বলা হয়, রুপোর দামও কম নয়। 

4/7

ঊর্ধ্বমুখীই

দাম মূলত ঊর্ধ্বমুখীই। তবে, এ-ও ঠিক, কখনও দাম একটু-আধটু কমেও। 

5/7

ধনতেরসের আগে

আর তা যদি কমে ধনতেরসের আগে, তবে তো কথাই নেই। 

6/7

সোনার দোকানে ভিড়

ধনতেরস উপলক্ষে সোনার দোকানে একটু বেশিই ভিড় হয়। কেননা, সকলেই একটু হলেও সোনা কিনতে চান। আর সেই ইচ্ছেটাই পূরণের পথ খুলে গেল। 

7/7

গয়না-সোনা

কেননা, গত কয়েকদিনে একটু একটু করে সোনার দাম বাড়লেও, আজ, সোমবার তা খুব সামান্য হলেও কমল! ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম হল ৬০৮৭ টাকা, আর ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম দাঁড়াল ৫৮৮০ টাকা। অনেকেই এই দুই ক্যারেটের ফারাক মনে রাখেন না। জেনে রাখুন, ২২ ক্যারেটের সোনা দিয়ে গয়না তৈরি হয়। পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত ১৮ ক্যারেটের সোনাই লাগে। আর ২৪ ক্যারেট একেবারে খাঁটি সোনা। এ দিয়ে গয়না বানানো যায় না।