২০১৫ সাল থেকে মোট ৫৮ দেশ সফর করেছেন মোদী, খরচ কত জানেন!

Sep 22, 2020, 21:13 PM IST
1/5

২০১৫ সাল থেকে বিশ্বের ৫৮ দেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য খরচ কত? মঙ্গলবার রাজ্যসভায় জানাল কেন্দ্র।

2/5

রাজ্যসভায় এনিয়ে তোলা এক প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানান, ২০১৫ সালের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় ৫ বার গিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও গিয়েছেন চিন, সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহীর মতো মোট ৫৮টি দেশে। ওইসব সফরের জন্য মোট খরচ হয়েছে ৫১৭.৮২ কোটি টাকা।

3/5

গত নভেম্বরে শেষবার বিদেশ সফর করেছেন মোদী। ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ব্রাজিল। ওই মাসের প্রথম দিকে গিয়েছিলেন থাইল্যান্ড। তার পর বিশ্বে করোনা মহামারী দেখা দেওয়ায় আর বাইরে যেতে পারেননি প্রধানমন্ত্রী।

4/5

এদিকে, ২০১৮ সালে সরকার জানিয়েছিল ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য খরচ হয়েছে ২০০০ কোটি টাকা। ওই খরচের মধ্যে রয়েছে  বিমান ভাড়া করার খরচ, বিমানের রক্ষণাবেক্ষণের খরচ ও হোটেলের খরচ।  

5/5

প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিমানের রক্ষণাবেক্ষণের জন্য খরচ হয়েছে ১,৫৮৩ কোটি টাকা, বিমান ভাড়া করার জন্য খরচ ৪২৯.২৫ কোটি। এই খরচ ২০১৪ সালের ১৫ জুন থেকে ২০১৮ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত। ওই সময়ে হোটেল খরচ হয়েছে ৯.১১ কোটি টাকা।