US Presidential Election 2024: ভোটের আগেই রেজাল্ট ঘোষণা! যুক্তরাষ্ট্রে মুখ থুবড়ে পড়লেন ট্রাম্প...

Donald trump vs Kamala Harris: দেখা যাচ্ছে, ট্রাম্পের চেয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা তিন পয়েন্টে এগিয়ে রয়েছেন।  

Oct 22, 2024, 19:56 PM IST
1/12

ট্রাম্প বনাম কমলা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: আর দুই সপ্তাহ পরেই রয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। শেষ মুহূর্তে এসে দেখা যাচ্ছে, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে রয়েছেন।

2/12

ট্রাম্প বনাম কমলা

সংবাদ সংস্থা রয়টার্স ও ইপসোসের করা একটি সমীক্ষায় এরকমই দেখা গেল। সেখানে দেখা যাচ্ছে, ট্রাম্পের চেয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা তিন পয়েন্টে এগিয়ে রয়েছেন।

3/12

ট্রাম্প বনাম কমলা

সোমবার শেষ হয়েছে রয়টার্স ও ইপসোসের সর্বশেষ সমীক্ষা। সমীক্ষায় অংশগ্রহণকারী ভোটারদের ৪৬ শতাংশ জানিয়েছেন, তাঁরা কমলা হ্যারিসকে ভোট দেবেন।

4/12

ট্রাম্প বনাম কমলা

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার কথা বলেছেন ৪৩ শতাংশ ভোটার। অর্থাৎ ৩ শতাংশ ভোটে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। 

5/12

ট্রাম্প বনাম কমলা

এর আগে গতসপ্তাহে তাদেরই করা দুই সমীক্ষায় দেখা গিয়েছিল, সেখানেও ৪ শতাংশ ভোটে পিছিয়ে রয়েছেন ট্রাম্প।   

6/12

ট্রাম্প বনাম কমলা

যুক্তরাষ্ট্রের অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও অভিবাসন নিয়ে ভোটাররা অখুশি। এসব বিষয়ে ট্রাম্পের অবস্থানের পক্ষে ভোটাররা। নিবন্ধিত ৭০ শতাংশ ভোটার জীবনযাপনের ব্যয় ভুল পথে যাচ্ছে বলে মনে করেন। 

7/12

ট্রাম্প বনাম কমলা

অর্থনীতি ভুল পথে যাচ্ছে মনে করেন ৬০ শতাংশ ভোটার। অভিবাসন নীতি নিয়ে এই অবস্থান ৬৫ শতাংশের।

8/12

ট্রাম্প বনাম কমলা

ভোটাররা বলেছেন, যুক্তরাষ্ট্রের এখন প্রধান তিনটি সমস্যা অর্থনীতি, অভিবাসন ও গণতন্ত্রের জন্য হুমকি। এসব বিষয়ে কোন প্রার্থীর অবস্থান ভালো, এই প্রশ্নে ট্রাম্পের পক্ষে সমর্থন বেশি পড়েছে।

9/12

ট্রাম্প বনাম কমলা

সমীক্ষায় দেখা গিয়েছে, অর্থনীতি নিয়ে ট্রাম্পের পক্ষে ৪৬ শতাংশ ও কমলার পক্ষে ৩৮ শতাংশের সমর্থন রয়েছে। অন্যদিকে, অভিবাসনের ক্ষেত্রে ট্রাম্প ও কমলার পক্ষে সমর্থনের হার ৪৮ ও ৩৫ শতাংশ।

10/12

ট্রাম্প বনাম কমলা

রাজনৈতিক চরমপন্থা ও গণতন্ত্রের জন্য হুমকি মোকাবিলার ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে হ্যারিসের ওপর ভরসা বেশি রাখছেন মার্কিন ভোটাররা।  ট্রাম্পের প্রতি সমর্থন আছে ৩৫ শতাংশের। গর্ভপাত ও স্বাস্থ্যসেবা নীতিতেও ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কমলা।

11/12

ট্রাম্প বনাম কমলা

পরবর্তী প্রেসিডেন্টের মেয়াদের প্রথম ১০০ দিনে কোন বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত, এই প্রশ্নে দেখা গিয়েছে অভিবাসনের বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে। 

12/12

ট্রাম্প বনাম কমলা

ভোটারদের ৩৫ শতাংশ মনে করেন, নতুন প্রেসিডেন্টকে সবার আগে অভিবাসনে নজর দেওয়া উচিত। আর ১১ শতাংশ ভোটার আয়বৈষম্য এবং ১০ শতাংশ স্বাস্থ্যসেবা ও করের কথা বলেছেন।