1/6
বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন
![বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/11/21/448216-1.jpg)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুকেশ আম্বানি, সৌরভ গাঙ্গুলি, সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষবর্ধন নেওটিয়া, শশী পাঁজা, অমিত মিত্র এবং আরও অনেকে। পোল্যান্ডের প্রতিনিধি এই সম্মেলনে এসে জানান, তাঁরা ২০১৮ সাল থেকে এই সামিট এ আসছেন। তাদের দেশের অনেক শিল্পদ্যোগী এই রাজ্যে ব্যবসা করতে আগ্রহী।
2/6
হর্ষবর্ধন নেওটিয়া
![হর্ষবর্ধন নেওটিয়া](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/11/21/448215-2.jpg)
photos
TRENDING NOW
3/6
হর্ষপতি সিংহানিয়া
![হর্ষপতি সিংহানিয়া](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/11/21/448214-3.jpg)
জে কে পেপার এর ম্যানেজিং ডিরেক্টর হর্ষপতি সিংহানিয়া বলেছেন, ‘আমি এই বাংলায় জন্মেছি। তাই আমি আবার এই বাংলায় ফিরে আসছি। বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউনিট খুলতে চলেছি আমরা যেখানে সরাসরি ২ হাজার কর্মসংস্থান হবে। আমি আশা করছি আমাদের এই দ্বিতীয় ইনিংস (বাংলায় বিনিয়োগের) রাজ্য এবং আমাদের জন্য খুবই ভালো পদক্ষেপ হবে।‘
4/6
সঞ্জীব পুরি
![সঞ্জীব পুরি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/11/21/448213-4.jpg)
আইটিসি-র চেয়ারম্যান সঞ্জীব পুরি এই সম্মেলনে বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে আমি এই রাজ্যের একটা বড় পরিবর্তন দেখেছি। 'শিল্প বান্ধব' পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই রাজ্যের কর্ম সংস্কৃতি বেশ ভালো, শ্রমিকের প্রাচুর্য রয়েছে এখানে। এই রাজ্যে আমাদের সতেরোটি কারখানা রয়েছে। আরো একটি কারখানা আমরা খুলতে চলেছি। এই রাজ্যে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি আমরা। আমি আইটিসি এবং সিআইআই এর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কে আস্বস্ত করে বলতে চাই আমরা এই রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করবো।‘
5/6
সঞ্জীব গোয়েঙ্কা
![সঞ্জীব গোয়েঙ্কা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/11/21/448212-5.jpg)
আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চোয়ার পারশন সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, ‘রাজ্যের প্রতিনিধিত্ব করার এই মুহূর্তের জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি এই ভূমিতে জন্মেছি, এই ভূমিতে কাজ করছি আর এখানে মরতে চাই। গত কয়েক বছর ধরে এই রাজ্যের একটা আমূল পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রী নিজে ব্যবসা চান আর তার জন্য তাঁর সরকার সবরকম সহযোগিতা করছে। আমরা এই রাজ্যে বিনিয়োগ করে খুশি। বাংলা বিনিয়োগের জন্য প্রস্তুত। প্লিজ এখানে আসুন, বিনিয়োগ করুন।‘
6/6
রিশদ প্রেমজি
![রিশদ প্রেমজি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/11/21/448211-6.jpg)
photos