World hottest day: উষ্ণতম জুন ভারতে, ২০১৬-র রেকর্ড ভেঙে ৩ জুলাই বিশ্বের উষ্ণতম দিন

Jul 05, 2023, 13:54 PM IST
1/6

বিশ্বের উষ্ণতম দিন

World hottest day, hottest june

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন। সারা বিশ্বেই ৩ জুলাই দিনটি বিশ্বের উষ্ণতম দিন হিসেবে রেকর্ড হয়েছে।  

2/6

বিশ্বের উষ্ণতম দিন

World hottest day, hottest june

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টারস ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন এই তথ্য জানিয়েছে। তাপপ্রবাহের জেরে বিশ্বের গড় তাপমাত্রা ছুঁয়েছে ১৭.০১ ডিগ্রি সেলসিয়াস।  

3/6

বিশ্বের উষ্ণতম দিন

World hottest day, hottest june

যেখানে এর আগে ২০১৬ সালের অগাস্ট মাসে বিশ্বের সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৬.৯২ ডিগ্রি সেলসিয়াস।

4/6

বিশ্বের উষ্ণতম দিন

World hottest day, hottest june

ভারতীয় মৌসম ভবন জানাচ্ছে, ১৯০১ সাল থেকে এখনও পর্যন্ত সবচেয়ে উষ্ণ জুন মাস কাটিয়েছে দক্ষিণ ভারত। 

5/6

বিশ্বের উষ্ণতম দিন

World hottest day, hottest june

দক্ষিণ ভারতে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.০৫ ডিগ্রি সেলসিয়াস। ওদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.০৪ ডিগ্রি সেলসিয়াস।   

6/6

বিশ্বের উষ্ণতম দিন

World hottest day, hottest june

১৯০১ সাল থেকে যা কিনা তৃতীয় সর্বোচ্চ গড় সর্বনিম্ন তাপমাত্রা। পরিসংখ্যান দিয়ে জানিয়েছে ভারতীয় মৌসম ভবন।